ইউকো ব্যাংকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, আবেদন করার আগে বিস্তারিত তথ্য জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

UCO Bank Various Posts Recruitment 2024: ইউকো ব্যাংকের তরফ থেকে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যোগ্য ও অভিজ্ঞ পেশাজীবীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। 

আগ্রহী চাকরিপ্রার্থীরা সরাসরি ইউকো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয়প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় জানিয়ে দেব।

নিয়োগকারী সংস্থাUCO Bank
পদের নামVarious
শূন্যপদমোট ১২ টি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৬/১১/২০২৪
অফিশিয়াল পোর্টালucobank.com

পদ এবং শূন্যপদের বিবরণ 

এখানে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে এবং সব মিলিয়ে মোট ১২টি শূন্যপদ খালি রয়েছে। নিচে প্রতিটি পদ ভিত্তিক শূন্যপদগুলি আলোচনা করা হল। 

  • চিফ রিস্ক অফিসার (CRO): ১টি 
  • ডাটা প্রোটেকশন অফিসার: ১টি 
  • চিফ ম্যানেজার (ডাটা অ্যানালিস্ট): ১টি
  • ম্যানেজার (ডাটা অ্যানালিস্ট): ৪টি 
  • সিনিয়র ম্যানেজার (ক্লাইমেট রিস্ক): ১টি 
  • ম্যানেজার – ইকনমিস্ট: ২টি 
  • অপারেশনাল রিস্ক অ্যাডভাইজার: ১টি 
  • ডিফেন্স ব্যাংকিং অ্যাডভাইজার: ১টি 

শিক্ষাগত যোগ্যতা 

এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-

  • চিফ রিস্ক অফিসার (CRO)- ফিন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে।
  • ডাটা প্রোটেকশন অফিসার- ডাটা প্রাইভেসি নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে। 
  • চিফ ম্যানেজার (ডাটা অ্যানালিস্ট)- কম্পিউটার সায়েন্স/আইটি/ডাটা সায়েন্সে B.Tech/M.Tech করে থাকতে হবে।
  • ম্যানেজার (ডাটা অ্যানালিস্ট)- কম্পিউটার সায়েন্স/আইটি/ডাটা সায়েন্সে B.Tech/M.Tech করে থাকতে হবে।
  • সিনিয়র ম্যানেজার (ক্লাইমেট রিস্ক)- এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বা ক্লাইমেন্ট ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • ম্যানেজার – ইকনমিস্ট- Economics বা ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে 
  • অপারেশনাল রিস্ক অ্যাডভাইজার- ডেপুটি জেনারেল ম্যানেজার বা তার থেকে উঁচু কোন পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ডিফেন্স ব্যাংকিং অ্যাডভাইজার- অবসরপ্রাপ্ত কর্নেল বা তার উঁচু কোন পদে কর্মরত ছিলেন এমন প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। 

বয়স সীমা

এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বয়স চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • চিফ রিস্ক অফিসার (CRO): ৪০ – ৫৭ বছর
  • ডাটা প্রোটেকশন অফিসার: ৪০ – ৫৫ বছর
  • চিফ ম্যানেজার (ডাটা অ্যানালিস্ট): ৩০ – ৪৫ বছর
  • ম্যানেজার (ডাটা অ্যানালিস্ট): ২৫ – ৩৫ বছর
  • সিনিয়র ম্যানেজার (ক্লাইমেট রিস্ক): ২৫ – ৪০ বছর
  • ম্যানেজার – ইকনমিস্ট: ২৫ – ৩৫ বছর
  • অপারেশনাল রিস্ক অ্যাডভাইজার: সর্বাধিক ৬৫ বছর
  • ডিফেন্স ব্যাংকিং অ্যাডভাইজার: সর্বাধিক ৬২ বছর

নিয়োগ প্রক্রিয়া 

এখানে প্রার্থীদেরকে কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। তারপর সেই শর্টলিস্টে যাদের নাম থাকবে তাদেরকে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

চূড়ান্ত নিয়োগের জন্য প্রার্থীদের পারফরম্যান্স বিবেচনা করা হবে এবং পরীক্ষার ধাপগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা ইউকো ব্যাংকের অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাবেন।

আবেদন পদ্ধতি 

এই পদগুলিতে যারা আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি ইউকো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য যেমন- নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং যোগাযোগের তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। এরপর আবেদন ফি প্রদান করে আবেদনপত্র সাবমিট করতে হবে। 

আবেদন ফি

  • সাধারণ/OBC/EWS প্রার্থীরা: ৬০০/- টাকা
  • SC/ST/PwD প্রার্থীরা: ১০০/- টাকা

আরও আপডেটঃ মারিকো লিমিটেড কোম্পানিতে বিনামূল্যে ইন্টার্নশিপ টেনিং, আবেদন করলেই প্রতি মাসে ১০,০০০/- টাকা

গুরুত্বপূর্ণ তারিখ 

আবেদন শুরুর তারিখ- ৬ নভেম্বর, ২০২৪

আবেদনের শেষ তারিখ- ২৬ নভেম্বর, ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক 

আবেদন করুন- Apply Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment