UIDAI Deputy Director Recruitment 2024: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) সংস্থার তরফ থেকে হায়দ্রাবাদ আঞ্চলিক কার্যালয়ে ডেপুটি ডিরেক্টর এবং সিনিয়র অ্যাকাউন্টস অফিসার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ৫ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
এই পদগুলোতে চাকরি পেলে মাসিক ২,০৮,৭০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয়প্রার্থী এখানে আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | UIDAI |
পদের নাম | ডেপুটি ডাইরেক্টর ওর সিনিয়র অ্যাকাউন্টস অফিসার |
শূন্যপদ | মোট ২ টি |
মাসিক বেতন | ৬৭,৭০০/- থেকে ২,০৮,৭০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৪/১২/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | uidai.gov.in |
পদ ও শূন্যপদের বিবরণ
পদের নাম- এখানে যে যে পদে নিয়োগ হচ্ছে সেগুলি হল- ডেপুটি ডাইরেক্টর ওর সিনিয়র অ্যাকাউন্টস অফিসার।
শূন্যপদ- এখানে সব মিলিয়ে মোট ২ টি শূন্যপদ খালি রয়েছে। (ডেপুটি ডিরেক্টর- ১ টি, সিনিয়র অ্যাকাউন্টস অফিসার- ১ টি)
শিক্ষাগত যোগ্যতা
ডেপুটি ক্যারেক্টর এবং সিনিয়র অ্যাকাউন্টস অফিসার পদে আবেদন করতে হলে আগ্রহী চাকরিপ্রার্থীকে অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট বা MBA (ফাইন্যান্স) উত্তীর্ণ হতে হবে অথবা SAS বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে।
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে, যা আবেদনের শেষ তারিখ অনুযায়ী গণ্য করা হবে।
বেতন কাঠামো
এখানে দুটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। নিচে আলোচনা করা হল-
- ডেপুটি ডিরেক্টর- এই পদের জন্য সপ্তম পে কমিশন অনুযায়ী লেভেল ১১ হিসেবে ৬৭,৭০০/- টাকা থেকে ২,০৮,৭০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন প্রদান করা হবে।
- সিনিয়র অ্যাকাউন্টস অফিসার- এই পদের জন্য সপ্তম পে কমিশন অনুযায়ী লেভেল ১০ হিসেবে ৫৬,১০০/- টাকা থেকে ১,৭৭,৫০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্ট হবে না। প্রার্থীদেরকে সরাসরি ইন্টারভিউের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা আমাদের প্রতিবেদনের নীচ থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটা নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে নিচের দেওয়া ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Matrivanam, Ameerpet Hyderabad-500038
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট
আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জন্ম তারিখের প্রমাণপত্র, অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্ট পাঠাতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে আবেদনের শেষ তারিখ ২৪ ডিসেম্বর, ২০২৪। তাই যারা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
আবেদনপত্র- Download Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now