আর হবে না প্রশ্নফাঁস! দুর্নীতি রুখতে WBPSC Clerkship পরীক্ষার প্রশ্নপত্রে QR কোড যুক্ত করা হচ্ছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Clerkship Exam Rules 2024: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এবার ক্লার্কশিপ পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ক্লার্ক নিয়োগের জন্য প্রায় ৪ লক্ষ ৪০ হাজার আবেদন ইতিমধ্যে জমা পড়েছে। 

এই বিপুল পরীক্ষার্থীর সংখ্যা নিয়ে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার সচেতন, স্বচ্ছতা ও নিরাপত্তা রক্ষার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি মাসের ১৬ তারিখ এবং ১৭ তারিখ এই ক্লার্কশিপ পরীক্ষার আয়োজন করা হবে। 

পাবলিক সার্ভিস কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, পরীক্ষার প্রতিটি প্রশ্নপত্র ইউনিক QR কোড দ্বারা নিবন্ধিত থাকবে। এর ফলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই হ্রাস পাবে।

পরীক্ষার নামক্লার্কশিপ পরীক্ষা
আয়োজক সংস্থাপশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)
মোট আবেদনকারীর সংখ্যা৪ লক্ষ ৪০ হাজার
পরীক্ষার তারিখ১৬ ও ১৭ নভেম্বর, ২০২৪
পরীক্ষার সময়9:30 AM থেকে 11:00 AM

2:30 PM থেকে 4:00 PM

অফিশিয়াল পোর্টালpsc.wb.gov.in

পরীক্ষার সময়সূচি ও ব্যবস্থাপনা 

ক্লার্কশিপ পরীক্ষা (পার্ট-১) ২০২৩-এর জন্য পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার সঠিক সময়সূচি নির্ধারণ করেছে। চলতি নভেম্বর মাসের ১৬ এবং ১৭ তারিখ সকাল ৯ঃ৩০ থেকে ১১ঃ০০ টা এবং দুপুর ২ঃ৩০ থেকে ৪ঃ০০ টা পর্যন্ত দুটি সেশনে এই পরীক্ষা নেওয়া হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির নির্দেশও দেওয়া হয়েছে।

আরও আপডেটঃ মাধ্যমিক পাশে রাজ্যে আশা কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের পদক্ষেপ

ক্লার্কশিপ পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। সেই পদক্ষেপগুলি হল-

  1. মেটাল ডিটেক্টর- প্রার্থীদের তল্লাশির জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টরের ব্যবহার করা হবে।
  2. প্রশ্নপত্র ফিরিয়ে না দেওয়া- পরীক্ষা শেষে প্রার্থীদের প্রশ্নপত্র নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
  3. ইউনিক QR কোড- প্রতিটি প্রশ্নপত্রে ইউনিক QR কোড যুক্ত থাকবে। এর ফলে প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা একদমই থাকবে না। QR কোডের মাধ্যমে অসৎ উপায় অবলম্বনকারী প্রার্থীদের চিহ্নিত করা আরো সহজ হবে।
  4. উত্তরপত্র প্রকাশ- পরীক্ষা শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রশ্নপত্র এবং সংশ্লিষ্ট Answer Key প্রকাশিত হবে।
  5. OMR কপি- ১৭ নভেম্বরের পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পর প্রার্থীরা তাদের ব্যক্তিগত লগইন আইডি দিয়ে OMR কপির স্ক্যান কপি পাবে। 

এই পদক্ষেপগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষায় আরো স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে এটাই আশা করা যায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment