WBSETCL Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংক্রমণ সংস্থা লিমিটেড (WBSETCL)-এর তরফ থেকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের মাধ্যমে বিশেষ কর্মকর্তা এবং সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে।
আগ্রহী চাকরিপ্রার্থীরা ১৩ই ফেব্রুয়ারির মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গে যে কোন জেলা থেকে এই পদে আবেদন করা যাবে।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত বিবরণ যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি থেকে শুরু করে সমস্ত তথ্য তুলে ধরা হল।
নিয়োগকারী সংস্থা | WBSETCL |
পদের নাম | বিশেষ কর্মকর্তা এবং সার্ভেয়ার |
শূন্যপদ | ৫ টি |
মাসিক বেতন | ৫০,০০০/- টাকা পর্যন্ত |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৩/০২/২০২৫ |
অফিসিয়াল পোর্টাল | www.wbsetcl.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- এখানে স্পেশাল অফিসার এবং সার্ভেয়ার পদে নিয়োগ হচ্ছে।
মোট শূন্যপদ- এখানে মোট শূন্য পদের সংখ্যা ৫ টি। প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
পদের নাম | শূন্যপদ |
Special Officer (Security) | ০২ টি |
Special Officer (Land) | ০১ টি |
Surveyor | ০২ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
Special Officer (Security)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা সমতুল্য পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া চাকরিজীবনে OC/IC/CI/Zonal DSP/SDPO পদে কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন।
Special Officer (Land)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, যিনি এসডিএল ও এলআরও / ডেপুটি ডিএল ও এলআরও / অতিরিক্ত এলএও / এসআরও-I / এসআরও-II পদে কমপক্ষে ২ বছর কাজ করেছেন তারা আবেদন করতে পারবেন।
Surveyor- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের সার্ভেয়ার বা সমতুল্য পদে অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। এছাড়া ভূমি অধিগ্রহণ পরিকল্পনা ফিল্ড ভেরিফিকেশন সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা
এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৬০ থেকে ৬২ বছরের মধ্যে। তবে বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী।
বেতন কাঠামো
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো ধার্য করা হয়েছে। সেগুলি হল-
- Special Officer (Security)- ৫০,০০০/- টাকা
- Special Officer (Land)- ৪৮,০০০/- টাকা
- Surveyor- ২৭,০০০/- টাকা
নির্বাচন প্রক্রিয়া
এখানে কোন রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে Vidyut Bhavan, Salt Lake, Kolkata অফিসে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী চাকরিপ্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম আমাদের প্রতিবেদনের নিচ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি A4 পেজে প্রিন্ট আউট করতে হবে। এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংযুক্ত করতে হবে। এরপর নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The General Manager (HR & A), WBSETCL, Vidyut Bhavan, 8th Floor, D-Block, Salt Lake, Kolkata – 700091
প্রয়োজনীয় ডকুমেন্ট
আবেদনপত্রের সঙ্গে যে ডকুমেন্টগুলি প্রয়োজন হবে সেগুলি হল-
- পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড
- বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড
- শিক্ষকতা যোগ্যতার প্রমাণপত্র
- কর্মসংস্থান সংক্রান্ত অভিজ্ঞতার সার্টিফিকেট
- অবসরপ্রাপ্ত পদের ক্ষেত্রে রিলিজ অর্ডার ও পেনশন পেমেন্ট অর্ডার
আরও পড়ুন: মিশোতে ৩ মাসের ইন্টার্নশিপ, বেকার হলেই মাসে ২৫,০০০ টাকা পাবার সুযোগ
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ২২ জানুয়ারি, ২০২৫
আবেদনের শেষ তারিখ- ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদনপত্র- Download Now
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
অফিসিয়াল নোটিশ- Download Now