1/9: 2017 সালের পর ফের 2022, দীর্ঘ পাঁচ বছর পর রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বছরের 11 ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা (Primary TET Exam) অনুষ্ঠিত হয়েছিল।
2/9: চলতি বছরের 10 ফেব্রুয়ারি এই পরীক্ষার ফল প্রকাশও করে ফেলা হয়। মাত্র দুই মাসের মাথায় ফল প্রকাশ করে ফেললেও উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ কবে করা হবে, তা নিয়ে পর্ষদের তরফে কিছুই জানানো হয়নি।
3/9: 2022 সালের টেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় 6 লাখ 20 হাজার জন। এর মধ্যে টেটে পাশ করেন দেড় লাখের বেশি পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষায় পাশ করা এই দেড় লাখ পরীক্ষার্থীদের নামও জুড়ে গেলো আরও লাখ লাখ পরীক্ষার্থীদের সঙ্গে। কারণ এখনও বিগত বছরের পরীক্ষায় উত্তীর্ণ কয়েক লাখ পরীক্ষার্থীর নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে।
4/9: টেট প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Pal) বলেছিলেন, এই বছর থেকে বছরে দুই বার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হবে। তবে পর্ষদ চাইলেও সেই সিদ্ধান্ত তাদের একার হাতে নেই, সরকারের মতামতের প্রয়োজন আছে এক্ষেত্রে।
5/9: অন্যদিকে, বর্তমানে 2014 এবং 2017 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে রাজ্য জুড়ে। ধারণা করা হচ্ছে এই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেই 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে পর্ষদ।
6/9: এদিকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে যে, পুজোর আগেই সম্ভবত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে পর্ষদ। তবে এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে নি।
7/9: তাই 2023 সালের টেট কবে অনুষ্ঠিত হবে, তা এখনও অজ্ঞাত। তবে এখন রাজ্যে টেট পাশ করেও চাকরি না পাওয়া বহু মানুষ আছেন। ইতিমধ্যেই যারা টেট পাশ করেছেন, তাদের নিয়োগ না করেই ফের যদি 2023 সালের টেট পরীক্ষার আয়োজন করে পর্ষদ, তাতে ঝামেলা এবং জটিলতা বাড়বে বই কমবে না।
8/9: কারণ, পরীক্ষা নেওয়া হলেও নিয়োগ স্থগিত থাকায় যোগ্য বেকারদের সংখ্যা বাড়ছে রাজ্যে, তৈরী হচ্ছে ক্ষোভ। প্যানেলে নামের পর নাম জুড়ে তালিকা তৈরি হচ্ছে বটে, কিন্তু খাতায় কলমে উত্তীর্ণ পরীক্ষার্থীরা বেকারই থেকে যাচ্ছেন।
9/9: এখন দেখার নতুন করে নিয়োগ এবং টেটের দিন নিয়ে পর্ষদ কবে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে। তবে অনেকেই মনে করছেন চলতি বছরের ডিসেম্বর মাসে আবার নতুন করে টেট পরীক্ষা নিতে পারে প্রাইমারি পর্ষদ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও চাকরির খবর 👇👇
- রাজ্যের রামকৃষ্ণ মিশনে ক্লার্ক এবং টিচিং স্টাফ নিয়োগ
- HLL লিমিটেডে নিয়োগের বিজ্ঞপ্তি
- ১৯৬ জন প্রাইমারি শিক্ষকের চাকরি বেচে গেলো?
- WBP লেডি কনস্টেবল নিয়োগ ২০২৩