পশ্চিমবঙ্গের ২৩ টি জেলায় আবার নতুন করে 2500 শূন্যপদে আশা কর্মী পদে কর্মী নিয়োগ করা হবে। গত 6 জুন তারিখ রাজ্যের মন্ত্রীসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
আশা কর্মী পদে শুধুমাত্র মহিলাদের নিয়োগ করা হয়। যেকারনে রাজ্যের মহিলাদের কাছে থাকছে কর্মসংস্থানের দারুন সুযোগ।
আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আশা কর্মী নিয়োগ করা হয়েছে। বিভিন্ন জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, শুন্যপদ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আমরা আমাদের কাজকর্ম ওয়েবসাইটে আপডেট জানিয়েছিলাম।
টেলিগ্রাম এবং হোয়াটআপে অনেকেই আমাদের প্রশ্ন করে- স্যার/দাদা আমাদের অমুক জেলায় কবে আশা কর্মী নিয়োগ করা হবে, আশা কর্মীর চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়স কত হতে হয় ইত্যাদি বিষয়ে। আজকের এই প্রতিবেদনে আমরা ঐ সমস্ত প্রশ্নের উত্তর দেবো এবং বিস্তারিত জানাবো।
বিষয় সূচীঃ-
New 2500 Asha Karmi Recruitment 2022
পদের নাম
আশা কর্মী (Asha Karmi)
আশা কর্মীর বেতন
আশা কর্মী চাকরির জন্য প্রতি মাসে 4,500 টাকা করে বেতন দেওয়া হয়ে থাকে।
আশা কর্মীর বয়সসীমা
আশা কর্মী পদে চাকরি করতে হলে আবেদনকারীর বয়স 30-40 বছরের মধ্যে থাকতে হয়। তবে SC, ST শ্রেনির মহিলাদের বয়স হতে হয় 22-40 বছর।
আশা কর্মী চাকরির শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষায় শুধুমাত্র পাশ করলেই আশা কর্মীর জন্য আবেদন করা যাবে।
আশা কর্মী শূন্যপদ
মোটামুটি প্রায় 2500 শুন্যপদে রাজ্যে আশা কর্মী নিয়োগ করা হবে।
আশা কর্মী নিয়োগ প্রক্রিয়া
মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করে ইন্টারভিউয়ের মাধ্যমে আশা কর্মী পদে নিয়োগ করা হয়।
আশা কর্মী চাকরির আবেদন করার প্রক্রিয়া
রাজ্যে আশা কর্মী চাকরির জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। আবেদন করার ফর্ম মূলত জেলার অফিসিয়াল ওয়েবসাইটে অথবা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া থাকে।
ঐ ফর্মটি প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার পর দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স ফর্মের সাথে জুড়ে দিতে হয়।
এরপর ফর্ম এবং ডকুমেন্টের জেরক্সগুলিকে একসাথে একটি খামে ভরতে হয়। সব কিছু ঠিকঠাক করে নিয়ে আবেদনপত্রের ঐ খামটি নির্দিষ্ট ঠিকানায় পোস্ট করে দিতে হয়।
আশা কর্মী পদে আবেদনের জন্য দরকারি ডকুমেন্ট
আশা কর্মীর চাকরির জন্য অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যেসমস্ত ডকুমেন্টের জেরক্স দিতে হয় সেগুলি হল-
(1) মাধ্যমিক পাশের মার্কশীট এবং সার্টিফিকেট।
(2) বয়সের প্রমাপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট।
(3) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
(4) বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম থাকা ভোটার কার্ড অথবা আঁধার কার্ড অথবা ম্যারিজ সার্টিফিকেট।
(5) কাস্ট সার্টফিকেট (SC, ST শ্রেনিদের ক্ষেত্রে)।
রাজ্যে নতুন করে 2500 শূন্যপদে আশা কর্মী নিয়োগের প্রক্রিয়া খুব দ্রুত শুরু হয়ে যাবে। আপনাকে আরো জানিয়ে রাখি, একসাথে ২৫০০ শূনপদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। এর আগেও আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে জেলা ভিত্তিক এমনকি জেলার ব্লক ভিত্তিক আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
তাই আগামী দিনেও কোনো জেলার নির্দিষ্ট কয়েকটি ব্লকে ধাপে ধাপে আশা কর্মী নিয়োগ করা হবে। আর এই নিয়োগের জেলাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমরা আমাদের ওয়েবসাইটে বিস্তারিত জানিয়ে দেবো।
চাকরি ও কাজের কোনো আপডেট মিস করতে না চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
আরো চাকরির আপডেট-
- মাধ্যমিক পাশে অগ্নিপথ স্কিমে ৪৬ হাজার শূন্যপদে চাকরি
- রাজ্যে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ
- আপনার জেলার চাকরির খবর: এইভাবে জানতে পারবেন