1/7: বর্তমান যুগ ডিজিটাল (Digital) যুগ। এখন স্রেফ একটি ক্লিকেই ব্যাঙ্কের সব টাকা চোখের নিমেষে লোপাট করে ফেলতে পারে সাইবার অপরাধীরা। জালিয়াতি এখন প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইউটিউব থেকে পাওয়া ভুয়ো লিঙ্কে ক্লিক করে জালিয়াতির শিকার হয়ে সর্বশান্ত হলেন গুরগ্রামের এক ব্যক্তি।
2/7: ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে টাকা উপার্জন করার নতুন সব অভিনব উপায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভিডিওগুলিতে বলা হচ্ছে, ইউটিউবে স্রেফ ভিডিও লাইক করতে হবে, তাহলেই নাকি মিলবে মোটা অঙ্কের টাকা।
3/7: লাইক পিছু গ্রাহকদের দেওয়া হবে 50 টাকা। এই অভিনব প্রতারণার এই ফাঁদে পা দিয়েই লক্ষাধিক টাকা লোপাট করে দেওয়া হল গুরুগ্রামের বাসিন্দা সিমরানজিৎ সিংহ নন্দের।
4/7: সংবাদ সংস্থা পিটিআই (PTI)-এর তরফে পেশ করা এক রিপোর্টে জানা গিয়েছে, সাইবার প্রতারকরা সিমরানজিৎ সিংহ নামের ওই যুবককে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠায়। ওই মেসেজে বলা হয়েছিল, ইউটিউবের ভিডিও লাইক করলে ভিডিও পিছু 50 টাকা করে দেওয়া হবে।
5/7: সিমরানজিৎ সিংহ নন্দ সংবাদ মাধ্যমে বলেন, ইউটিউব থেকে সহজেই টাকা উপার্জন করার প্রলোভন দেখিয়ে মার্চেন্ট টাস্কের নামে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠানোর কথা বলে প্রতারকরা। এর পরেই 8.5 লাখ টাকা গচ্ছা যায় ওই ব্যক্তির। এই টাকা তিনি মার্চের 27, 28, 29 এবং 30 তারিখ এই চার দিনে ভাগ ভাগ করে পাঠান প্রতারকদের।
6/7: ইউটিউবের মাধ্যমে একাধিক জালিয়াতির খোঁজ পাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। ভিডিও লাইক করার মাধ্যমে জালিয়াতি করা ছাড়াও আরও একভাবে ফাঁদ পাতছে প্রতারকরা। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে বিভিন্ন ভিডিও তৈরি করা হচ্ছে। আর সেই ভিডিও-তে রাখা হচ্ছে নানান প্রতারণামূলক লিঙ্ক। সেই ভিডিওগুলি টিউটোরিয়াল বলে পাঠানো হচ্ছে ইউজারদের।
7/7: জালি লিঙ্কগুলি সাধারণত ভিডিও-এর ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। এর ফলে নিজের অজান্তেই লিঙ্কে ক্লিক করে ফোনের সমস্ত নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যাচ্ছে। ফলত, এখন ইউটিউব ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। এছাড়াও হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ফোনের মেসেজে আসা কোনও অচেনা অজানা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
- কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-C ডাটা এন্ট্রির কাজে নিয়োগ
- ChatGPT-এর সাহায্যে মাত্র ৩ মাসে ২৮ লক্ষ টাকা ইনকাম যুবকের
- বেকাররা প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবে! ২০২৩ এর আবেদন শুরু