৮৩৬ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে

836 vacancy Assistant Sub Inspector Recruitment 2024
WhatsApp Group Join Now

সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে। দেশের সমস্ত যোগ্য মহিলা এবং পুরুষরা এখানে আবেদন জানাতে পারবেন। প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- E-32017/ASI/Exe(LDCE)-2023/RECTT

নোটিশ প্রকাশের তারিখ- 12/01/2024

যে পদে নিয়োগ করা হবে

অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর / Assistant Sub Inspector (Exe)

শূন্যপদ

এখানে 836 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

ক্লিন রেকর্ড এবং গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীদের। এরই সাথে, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কনস্টেবল, হেড কনস্টেবল পদে CISF এ নূন্যতম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

যোগ্যতা পূরণ করা যেসব প্রার্থীদের বয়স 35 বছরের মধ্যে, তারাই এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন বা সংক্ষেপে LDCE এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now

আবেদন পদ্ধতি

এখানে প্রথমে প্রার্থীদের cisf এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রটি ফের পাঠাতে হবে অফলাইনে। এর জন্য পূরণ করা আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।

সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

DIsG/RRCs (i.e., DIG(NZ-I) New Delhi, DIG(SZ-1) Chennai, DIG(WZ) Mumbai, DIG/RRC 2ND RB Ranchi, DIG(NEZ-II) Kolkata।

আবেদনের সময়সীমা

এখানে অনলাইনে আবেদন শেষ হবে 02/02/2024 তারিখ।

অফলাইনে আবেদন পাঠাবার শেষ দিন 15/02/2024।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 আবার কী বদলাতে চলেছে মাধ্যমিক পরীক্ষার সময়? কী জানাচ্ছে পর্ষদ?

👉 রাজ্যে নতুন ১৯০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, শুরু হলো নিয়োগের প্রস্তুতি

👉 মিনিস্ট্রি অফ ডিফেন্সে গ্রুপ-সি পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 UPSC তে স্পেশালিস্ট সহ বিভিন্ন পদে নিয়োগ, ১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে

👉 চাইল্ড ওয়েলফেয়ার অফিসার সহ বিভিন্ন পদে চাকরি, মাসিক বেতন ২৩ হাজার ১৭০ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here