যে সমস্ত চাকরিপ্রার্থীরা সরকারি চাকরি পেতে চান তাদের জন্য আবারও বিশাল বড় সুখবর। সম্প্রতি অগ্নিবীর বায়ুসেনার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন।
অগ্নিবীর বায়ুসেনা পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
অগ্নিবীর বায়ুসেনা পদে আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে উল্লেখ করা হলো।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
অগ্নিবীর বায়ুসেনা (Agniveer Vayu Intake)
বেতনঃ
অগ্নিবীর বায়ুসেনা পদে কয়েকটি ধাপে বেতন দেওয়া হবে। বেতন সংক্রান্ত বিষয়টি বিস্তারিতভাবে জানতে অফিশিয়াল নোটিশ টি পড়ুন।
বয়সসীমাঃ
উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। SC, ST এবং OBC শ্রেনির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে Math./Phy./ English নিয়ে 50% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং ইংলিশে কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে। এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন। বিস্তারিতভাবে জানতে অফিসিয়াল নোটিশটি পড়ুন।
নিয়োগ পদ্ধতিঃ
- লিখিত পরীক্ষা
- ফিজিক্যাল ফিটনেস টেস্ট (PET)
- অ্যাডাপ্টবিলিটি টেস্ট – I
- অ্যাডাপ্টবিলিটি টেস্ট – II
- মেডিকেল এক্সামিনেশন
আবেদন পদ্ধতিঃ
- অগ্নিবীর বায়ুসেনা পদে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে সংশ্লিষ্ট ফোন নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
- এরপর আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করতে হবে।
- অনলাইনে আবেদন ফি জমা করতে হবে।
- শেষে আবেদনপত্র সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
ভারতীয় অগ্নিবীর বায়ুসেনা পদে আবেদনের জন্য আবেদন ফি হিসেবে 250 টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- মাধ্যমিকের সার্টিফিকেট।
- উচ্চমাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট।
- আবেদন প্রার্থীর সিগনেচার
- আবেদন প্রার্থীর বুড়ো আঙ্গুলের ছাপ।
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 24.06.2022 |
আবেদন শুরু | 24.06.2022 |
আবেদন শেষ | 05.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-