রাজ্যে আবারো প্রচুর শূন্যপদে আশা কর্মী নিয়োগ, দারুন আপডেট পাওয়া গেল | Asha Karmi Recruitment Update

Asha Karmi Recruitment Update 2023

1/7: পঞ্চায়েত ভোটের আগে বাংলায় বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের। এর ফলে একদিকে যেমন বেকাররা কাজ পাবে তেমনই সরকারি পরিষেবা একেবারে নিচুস্তরে পৌঁছে যাবে। তবে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে তাতে সবচেয়ে বেশি উপকৃত হবেন মহিলা চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, খুব দ্রুত আড়াই হাজারেরও বেশি আশা কর্মী (Asha Karmi) নিয়োগ করা হবে।

2/7: আর কিছুদিনের মধ্যেই বাংলায় পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে উঠবে। ভোট বিশেষজ্ঞদের মতে এপ্রিল-মে মাসে এবারে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবেই তার আগে ভোটারদের নানানভাবে বার্তা দিতে চাইবে রাজ্যের রাজনৈতিক দলগুলি। পিছিয়ে থাকবে না শাসক দল‌ও। আর শাসকদলের ক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ভোটারদের কাছে পৌঁছনো তুলনায় সহজ।

Asha Karmi Recruitment Update 2023

3/7: বিভিন্ন মহলের মতে নতুন করে আশাকর্মী নিয়োগের সিদ্ধান্তের মাধ্যমে একদিকে যেমন বেকারদের কাজ দিতে চাইছে রাজ্য সরকার, অপরদিকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিচু স্তরে পৌঁছে দিতে সহায় হবে এই আশাকর্মীরা।

4/7: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নতুন করে আরও ২৬০৬ জন আশাকর্মী নিয়োগ করা হবে। তবে এটা রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত। তাই কবে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে তার উপরই গোটা বিষয়টি নির্ভর করছে। যদিও বিশেষজ্ঞদের মতে, এই গোটা নিয়োগ প্রক্রিয়া পঞ্চায়েত নির্বাচনের আগেই সেরে ফেলার চেষ্টা করবে সরকার।

5/7: তবে রাজ্য প্রশাসনের একটি মহল থেকে বলা হয়েছে, এই নতুন আশা কর্মী নিয়োগের সঙ্গে পঞ্চায়েত ভোটের সরাসরি কোন‌ও সম্পর্ক নেই। এমনিতেই বিভিন্ন জেলায় বেশ কিছু আশাকর্মীর পদ শূন্য ছিল। তাতে কাজ করতে সমস্যা হচ্ছে। তাছাড়া দিনে দিনে আশা কর্মীদের দায়িত্ব অনেক বেড়েছে। তাই রাজ্য মন্ত্রিসভা নতুন করে আড়াই হাজারের বেশি আশা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

6/7: তবে পঞ্চায়েত ভোট‌ই হোক আর শূন্যস্থান পূরণের চেষ্টা, রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে বেকাররা যে লাভবান হবেন তা পরিষ্কার। তবে শুধু আশাকর্মী নয়, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও ৪৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এগুলো বিভিন্ন দফতর মিলিয়ে কর্মী নিয়োগ করা হবে।

7/7: রাজ্য প্রশাসন সূত্রে খবর, শুধু আশা কর্মী নয়। পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন দফতর মিলিয়ে আরে বেশ কিছু স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে পারে সরকার। কারণ রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য বহু প্রকল্প নিলেও তার সুবিধে সব সময় নিচু তলায় পৌঁছচ্ছে না। সেই সুবিধে একেবারে নিচু তলায় পৌঁছে দেওয়ার জন্য এই কর্মী নিয়োগ করা হতে পারে।

বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

Join Kajkarmo Telegram.jpeg

🔥 গুরুত্বপূর্ণ লিংক:  👇👇👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপ Join Now
✅ Telegram Channel Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇