লিখিত পরীক্ষা ছাড়াই আয়ুষ বিভাগে চাকরি, রাজ্যে গ্রুপ-C বিভিন্ন পদে নিয়োগ

ayush department group c recruitment

পশ্চিমবঙ্গের আবারও নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ। লিখিত পরীক্ষা ছাড়াই আয়ুষ বিভাগে চাকরির আবেদন শুরু হলো। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে, কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন। সাধারণ চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে।

রাজ্যের আয়ুষ বিভাগে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, বয়সসীমা, বেতন, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সমস্ত তথ্য নিচে উল্লেখ করা হলো।

ayush department group c recruitment

নোটিশ নম্বরঃ 2458 

নোটিশ প্রকাশের তারিখঃ 15.06.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ একাউন্টেন্ট (AYUSH)

বেতনঃ একাউন্টেন্ট পদের জন্য প্রতি মাসে বেতন হিসেবে 12 হাজার টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ পশ্চিমবঙ্গ সরকারের যেকোনো রিটায়ার্ড এমপ্লয় আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি। 

(2) পদের নামঃ ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট (AYUSH)

বেতনঃ লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রতিমাসে 10000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ পশ্চিমবঙ্গ সরকারের যেকোনো রিটায়ার্ড এমপ্লয় আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি। 

(3) পদের নামঃ GDA (AYUSH)

বেতনঃ GDA পদের জন্য প্রতি মাসে 8000 টাকা বেতন দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ পশ্চিমবঙ্গ সরকারের যেকোনো রিটায়ার্ড এমপ্লয় আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি। 

বয়সসীমাঃ 

উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স 62 বছরের নিচে হতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ 

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

আবেদন পদ্ধতিঃ 
  1. আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।
  3. নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ করতে হবে।
  4. উল্লেখিত নথিপত্রগুলো যোগ করতে হবে।
  5. শেষে ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।
প্রয়োজনীয় নথিপত্রঃ 
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  4. আধার কার্ড বা ভোটার কার্ড।
  5. পিপিও
ইন্টারভিউয়ের ঠিকানাঃ 

CMOH Office, Bankura.

ইন্টারভিউয়ের তারিখঃ 05.07.2022 

ইন্টারভিউয়ের সময়ঃ 12.30 PM

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-