পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার আরো একটি ব্লকে অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কয়েকদিন আগেই আমরা আমাদের ওয়েবসাইটে বাঁকুড়া জেলার রানীবাধ ব্লকে নিয়োগের সম্পর্কে জানিয়েছিলাম। তাছাড়াও বিভিন্ন জেলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানিয়ে থাকি। আজকে বাঁকুড়া জেলার খাত্রা (Khatra) ব্লকে অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তির বিষয়ে জানাবো।
Bankura District Khatra Block ADEO Recruitment
নোটিশ মেমো নম্বরঃ 3197/G
নোটিশ প্রকাশের তারিখঃ 08.12.2021
পদের নামঃ অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর (Additional Data Entry Operator- ADEO)
বেতনঃ ১৩,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 21-40 বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
- গ্র্যাজুয়েশন পাশ করা থাকতে হবে।
- এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে।
- কম্পিউটারে MS Office এবং ইন্টারনেট চালানো জানতে হবে।
শুন্যপদঃ 1
নিয়োগের স্থানঃ খাত্রা ব্লক (Khatra block), বাঁকুড়া
নিয়োগ প্রক্রিয়াঃ কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা হবে না।
ইন্টারভিউয়ের তারিখঃ 22 ডিসেম্বর 2021 তারিখ, 10.00 AM
ইন্টারভিউয়ের স্থানঃ Gurusaday Mancha, Office of the B.D.O, Khatra, Bankura.
আবেদন প্রক্রিয়াঃ
Step-1 প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে (নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করা যাবে)
Step-2 অফিসিয়াল নোটিশের তিন নম্বর পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া আছে, সেটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
Step-3 প্রিন্ট করা ফর্মটি আবেদনকারীকে তার সঠিক তথ্য দিয়ে পুরণ করতে হবে।
Step-4 ফিল আপ করা ঐ ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্ট জুড়ে দিতে হবে।
Step-5 আবেদন করার ফর্মটি এবং ডকুমেন্ট গুলিকে একসঙ্গে পিন আপ করে একটি খামে ভরতে হবে।
Step-6 সবশেষে ঐ আবেদনপত্রের খামটি- Sub-Divisional Controller of Food & Supplies, Khatra এই ঠিকানায় গিয়ে সেখানকার ড্রপ বক্সে জমা করতে হবে।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(2) গ্রাজুয়েশন যোগ্যতার সার্টিফিকেট অথবা মার্কশীট
(3) কম্পিউটার সার্টিফিকেট
(4) আঁধার কার্ড
(5) ভোটার কার্ড
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 08.12.2021 |
আবেদন শুরু | 09.11.2021 |
আবেদন শেষ | 16.12.2021 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
আরো চাকরির আপডেট |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।