রাজ্যের একটি জেলার বিডিও (BDO) অফিসের অধীনে মিড ডে মিল প্রকল্পের জন্য গ্রুপ-C ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগটি সম্পূর্ণ অস্থায়ী চুক্তিভিত্তিক হবে। কেবলমাত্র বীরভূম জেলাতে এই নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সবকিছু নিচে পেয়ে যাবেন।
মেমো নং – 303(21)/ES/CMDMP)/Estt-05/2013
নোটিশের তারিখ – 19.05.2014
যে শূন্যপদে নিয়োগ হবে
ডাটা এন্ট্রি অপারেটর- মিড ডে মিল (Data Entry Operator- Mid Day Meal)
শূন্যপদের সংখ্যা
এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে, সেইসাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা
21 থেকে 40 বছর বয়সী সকল যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। SC, ST, OBC শ্রেনিদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
বেতনক্রম
এখানে প্রার্থীদের মাসিক 13,000 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে।
নিয়োগের সময়সীমা
কন্ট্রাকচুয়াল হিসেবে মোট 1 বছরের জন্য প্রার্থীদের এই পদের চাকরিতে নিযুক্ত করা হবে।
নিয়োগের স্থান
বীরভূম (Birbhum) জেলার নলহাটি-II বিডিও অফিসের অধীনের এলাকায় নিয়োগ করা হবে। উক্ত ব্লকের বাসিন্দা হলেই এক্ষেত্রে আবেদন করা যাবে।
আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে এখানে, যার জন্য অফিসিয়াল নোটিশের শেষে থাকা আবেদনপত্রটি পূরণ করে সাথে প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে পোস্টের মাধ্যমে বা হাতে করে জমা করতে হবে নীচের ঠিকানায়।
আবেদন করার ফর্ম তথা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হয়েছে। আবেদন করতে চাই লিংকে ক্লিক করে এটি ডাউনলোড করে নিন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Office of the Block Development Officer, Nathati-II Development Block, Lohapur, Birbhum.
আবেদনের শেষ দিন
বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার শেষ দিন ধার্য করা হয়েছে 26/04/2023।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রাজ্যের শিশু সুরক্ষা দফতরে চাকরি
- রাজ্যের জেলা হেলথ ডিসট্রিক্টে চাকরি
- ৭৫০০ শূন্যপদে কেন্দ্রীয় সরকারের চাকরির বিজ্ঞপ্তি