কেন্দ্রীয় সরকারের অন্তর্গত BECIL অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কন্সাল্টেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে বেশ কিছু পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনকারী প্রার্থীদের প্রতিটি পদের জন্যই অতি উচ্চ হারে বেতন প্রদান করা হবে।
অল ইন্ডিয়া জব ভ্যাকান্সি হওয়ায় এখানে পশ্চিমবঙ্গের অন্তর্গত ২৩ টি জেলা থেকেই ছেলে এবং মেয়ে উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের কাছে এটি একটি দুর্দান্ত সুযোগ। ইতিমধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাই বেশি দেরি না করে আজই আবেদন করে নিন।
BECIL সংস্থায় এই নিয়োগ সম্পর্কে আরও তথ্য জানতে নিচের প্রতিবেদনটি বিস্তারিতভাবে পড়ুন। কি কি পদে নিয়োগ করা হবে, বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য এক এক করে জানানো হয়েছে।
BECIL Office Assistant Recruitment 2022
নোটিশ নম্বরঃ BECIL/MR-Project-1/PHARMACOPIA/Advt.2022/227
নোটিশ প্রকাশের তারিখঃ 21.11.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য (Recruitment Details)
(1) পদের নামঃ অফিস অ্যাসিস্ট্যান্ট (Office Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করতে হবে। এছাড়াও ভালো কমিউনিকেশন স্কিল ও বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 10 টি।
(2) পদের নামঃ MTS – সিকিউরিটি
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 16,425 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও শারীরিক দিক থেকে সক্ষম ও লোকাল ল্যাঙ্গুয়েজে অভিজ্ঞ হতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 60 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 28 টি।
(3) পদের নামঃ MTS
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 16,425 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও শারীরিক দিক থেকে সক্ষম ও লোকাল ল্যাঙ্গুয়েজে অভিজ্ঞ হতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 28 টি।
(4) পদের নামঃ হাউস কিপিং স্টাফ (Housekeeping Staff)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 16,425 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণি পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 28 টি।
(5) পদের নামঃ ফারমাকোপিয়েল অ্যাসোসিয়েট (Pharmacopoeial Associate)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 32,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী পাশ করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে যথেষ্ট নলেজ থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 6 টি।
- Chemistry – 3 টি।
- Pharmacology – 1 টি।
- Pharmacy – 1 টি।
- Publication – 1 টি।
(6) পদের নামঃ কনসালটেন্ট (Consultant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 50,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইন বা IT বা আরও অন্যান্য বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে যথেষ্ট নলেজ থাকতে হবে। এছাড়াও সেকশন অফিসার সিকিউরিটি, ডেপুটি সেক্রেটারি বা ডাইরেক্টর পোস্ট থেকে রিটায়ার্ডরাও আবেদন করতে পারবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 65 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 5 টি।
- Admin – 1 টি।
- Establishment – 1 টি।
- Account – 1 টি।
- Store – 1 টি।
- Legal – 1 টি।
এছাড়াও এখানে হিন্দি ট্রান্সলেটর, প্রজেক্ট কনসালটেন্ট, টেকনিক্যাল ডাটা অ্যাসোসিয়েট, ড্রাইভার সহ আরও অন্যান্য পদে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নিন।
নিয়োগ পদ্ধতিঃ
এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
ইন্টারভিউয়ের সময়ঃ সকাল 10.00 টা থেকে বিকেল 3.00 টে পর্যন্ত।
ইন্টারভিউয়ের তারিখঃ 10.12.2022
ইন্টারভিউয়ের স্থানঃ
COMMITTEE ROOM, ADMINISTRATIVE BLOCK, PHARMACOPOEIA COMMISSION FOR INDIAN MEDICINE & HOMOEOPATHY (PCIM&H), MINISTRY OF AYUSH, KAMLA NEHRU NAGAR, GHAZIABAD, UTTAR PRADESH – 201002.
আবেদন পদ্ধতি
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে প্রকাশিত উপরের সমস্ত পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিভাবে আবেদন করবেন তা নিচে পয়েন্টের মাধ্যমে আলোচনা করা হলো।
- প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করলে ওপরের দিকে Career Section অপশনে ক্লিক করতে হবে।
- এরপরে নিজের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশনের পর নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এরপরে নির্দিষ্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
- আবেদনপত্র পূরণ করার পরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 21.11.2022 |
আবেদন শুরু | 21.11.2022 |
আবেদন শেষ | 10.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে হেলথ মিশনের অধীনে চাকরি
🎯 নালকো (NALCO)-তে নিয়োগ শুরু হলো
🎯 রাজ্যের WBPSC থেকে নতুন চাকরির নোটিশ