BEL Project Engineer Recruitment 2024: ভারত ইলেকট্রনিকস লিমিটেড (BEL), যা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি নবরত্ন সংস্থা হিসাবে কাজ করে। এই সংস্থার তরফ থেকে প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | ভারত ইলেকট্রনিকস লিমিটেড (BEL) |
পদের নাম | প্রোজেক্ট ইঞ্জিনিয়ার |
শূন্যপদ | ২০ টি |
মাসিক বেতন | ৪০,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১২/১২/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | bel-india.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- প্রোজেক্ট ইঞ্জিনিয়ার
শূন্যপদ- এখানে মোট শূন্যপদের সংখ্যা ২০ টি। প্রত্যেকটি পদে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। সেগুলি আলোচনা করা হল-
পদের নাম | শূন্যপদ |
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স) – I | ৮ টি |
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) – I | ১২ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সেগুলি বিস্তারিত আলোচনা করা হল-
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স) – I: এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে পূর্ণ-সময়ের জন্য B.E./B.Tech./B.Sc (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অর্জন করে থাকতে হবে। তবে এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) – I: এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ-সময়ের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে B.E./B.Tech./B.Sc (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অর্জন করে থাকতে হবে। তবে এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ হওয়া হয়েছে ৩২ বছর পর্যন্ত। তবে বয়স হিসাব করতে হবে ১ অক্টোবর, ২০২৪ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবে।
- SC/ST- ৫ বছরের ছাড়
- OBC- ৩ বছরের ছাড়
- PWD- ১০ বছরের ছাড়
বেতন কাঠামো
এখানে ৪ বছরের চুক্তিতে প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। প্রতি বছর আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। নিচের সেগুলি আলোচনা করা হল-
বছর | বেতন |
প্রথম বছর | ৪০,০০০/- টাকা |
দ্বিতীয় বছর | ৪৫,০০০/- টাকা |
তৃতীয় বছর | ৫০,০০০/- টাকা |
চতুর্থ বছর | ৫৫,০০০/- টাকা |
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষাটি ৮৫ নম্বরের মধ্যে হবে এবং MCQ টাইপের প্রশ্ন থাকবে। মোট সময় থাকবে ৯০ মিনিট। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদেরকে সরাসরি নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার স্থান ও তারিখ
তারিখ- ১৪ ডিসেম্বর, ২০২৪
সময়- ইলেকট্রনিক্স: সকাল ৯:৩০, মেকানিক্যাল: সকাল ১১:৩০
স্থান- প্রসাদ ভি পটলুরি সিদ্ধার্থ ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানুরু, বিজয়ওয়াড়া, অন্ধ্র প্রদেশ।
আবেদন পদ্ধতি
এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে গুগল ফর্মের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। গুগল ফর্মের লিংক আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে। আপনারা সরাসরি সেই লিংক থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রার্থীদের ফরম পূরণের পর প্রাপ্ত ইমেইল থেকে ফর্মটির প্রিন্ট আউট নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আবেদন ফি
- সাধারণ/OBC/EWS প্রার্থীদের জন্য- ৪৭২/- টাকা
- SC/ST/PwBD প্রার্থীদের জন্য- ফি লাগবে না
প্রয়োজনীয় ডকুমেন্ট
লিখিত পরীক্ষার সময় প্রার্থীদের যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলি হল-
- রেজিস্ট্রেশন ফরমের প্রিন্ট আউট,
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট,
- অভিজ্ঞতা সার্টিফিকেট,
- জন্মতারিখের প্রমাণপত্র,
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়),
- আধার কার্ডের জেরক্স,
- আবেদন ফি জমার রশিদ
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ২৮ নভেম্বর, ২০২৪
আবেদনের শেষ তারিখ- ১২ ডিসেম্বর, ২০২৪
আরও আপডেটঃ এয়ার ইন্ডিয়াতে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে মিলবে ১৫,০০০/- টাকা
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Apply Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here