বহু কাল রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ ছিল। তবে এই বছর পাবলিক সার্ভিস কমিশনের তরফে একের পর এক পরীক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যেই ফুড সাব ইন্সপেক্টর এবং মিসেলেনিয়াস পরীক্ষার অফিসিয়াল নোটিশ বের করা হয়েছে।
ফুড এস আই পদের জন্য আবেদন গ্রহণপর্ব গত সেপ্টেম্বর মাসে শেষ হলেও মিসেলেনিয়াস পদের জন্য আবেদন গ্রহণ গতকাল থেকে শুরু হয়েছে। এরই সাথে জানা গিয়েছে এই বছরের শেষের দিকে প্রকাশিত হবার কথা ক্লার্কশিপের বিজ্ঞপ্তিও। সব মিলিয়ে রাজ্যের পরীক্ষার্থীদের জন্য বছরের শেষটা বেশ ভালোই হতে চলেছে।
ধারণা করা হচ্ছে, এবারের ক্লার্কশিপের পরীক্ষাতে শূন্যপদের সংখ্যা থাকবে প্রায় ছয় হাজারের কাছাকাছি। পুজো পর্ব মিটলেই সম্ভবত ডিসেম্বর মাসে ক্লার্কশিপের বিজ্ঞপ্তির দেখা মিলবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-এ।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে 2019 সালে ক্লার্কশিপে কর্মী নিয়োগ করা হয়েছিল। সেই বছরে শূন্যপদের সংখ্যা ছিল সাত হাজার।
ফুড এস আই এর মত, এই ক্লার্কশিপের পরীক্ষা দেবার জন্যও নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতার প্রয়োজন হয়। তবে উচ্চ শিক্ষিতরাও এখানে আবেদন যোগ্য। দুই ধাপে পরীক্ষা নিয়ে তবেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হয় শূন্যপদ পূরণের জন্য।
ডিসেম্বর মাস নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আগামী 2024 সালের মাঝামাঝি অর্থাৎ মে – জুন মাস নাগাদ এই পরীক্ষাটি নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অফিসিয়াল নোটিশ প্রকাশ না হওয়া পর্যন্ত কিছুই সঠিক ভাবে বলা সম্ভব নয়। আনুমানিক সময়সূচী এবং শূন্যপদের কথা এখানে জানানো হল। বিস্তারিত নোটিশ প্রকাশিত হলেই আমরা আপনাদের সাথে সমস্ত তথ্য পৌঁছে দেব।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েত অফিসে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 SSC এর শিক্ষক নিয়োগের সমস্যা মিটতে চলেছে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু করলেন এই মন্তব্য
👉 ভারতীয় কৃষক সার সমবায়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, মাসিক বেতন 33 হাজার 300 টাকা
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, মাসিক বেতন 17 হাজার 200 টাকা
👉 পুজোর ছুটির মধ্যে চালু রাখতে হবে স্কুল! একথা কেন বললেন স্কুলের প্রধান শিক্ষক?