চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক নতুন চাকরির খবর। ভারত সরকারের অধীনস্থ কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হবে।
কোল লিমিটেডে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
কোল ইন্ডিয়া লিমিটেডে আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন ফি, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে উল্লেখ করা হলো।
নোটিশ নম্বরঃ 02/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 23.06.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee)
বেতনঃ
উপরিউক্ত পদের জন্য প্রতিমাসে 50,000 থেকে 1,60,000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ
31.05.2022 তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। SC, ST, OBC শ্রেনিরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
উপরিক্ত পদের জন্য আবেদন প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 60% নম্বর সহ B.E/B.Tech/B.Sc/MCA পাশ করে থাকতে হবে।
মোট শূন্যপদঃ
এখানে মোট 1050 টি শূন্যপদে নিয়োগ হবে।
নিয়োগ পদ্ধতিঃ
- অনলাইন টেস্ট।
- ডকুমেন্টস ভেরিফিকেশন।
- ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়ার লিংক থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমেই নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
- নির্ভুলভাবে আবেদন পত্র পূরণ করতে হবে।
- উল্লেখিত নথিপত্রগুলি আপলোড করতে হবে।
- অবশেষে আবেদনফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
জেনারেল ও OBC দের জন্য 1180 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। SC/ST দের জন্য কোনো আবেদন ফি নেওয়া হবে না।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- কম্পিউটার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 23.06.2022 |
আবেদন শুরু | 23.06.2022 |
আবেদন শেষ | 22.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-