জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউ হবে- কবে, কোথায় জেনে নিন!

District Health and Family Welfare Recruitment in Jalpaiguri

কোভিড পরিস্থিতির পর থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ক্রমশ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েই চলেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি জেলার অন্তর্গত হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে বিভিন্ন বিভাগে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আকর্ষণীয় বিষয় এই হল যে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদের জন্য কর্মীদের নিয়োগ করা হবে। আর এও ভালো যে কমপক্ষে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে আরো উচ্চতর যোগ্যতায় এখানে আবেদন করা যাবে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার অন্তর্গত হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে প্রকাশিত এই অফিসিয়াল বিজ্ঞপ্তি বিস্তারিত বিবরণ নিজের প্রতিবেদনে মাধ্যমে তুলে ধরা হলো। পদের নাম, পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য একদম সহজ ভাষায় আলোচনা করা হয়েছে। নিচে থেকে নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন। 

District Health and Family Welfare Recruitment

District Health and Family Welfare Recruitment in Jalpaiguri

নোটিশ নম্বরঃ DHFWS/3274/22

নোটিশ প্রকাশের তারিখঃ 12.10.2022

আবেদনের মাধ্যমঃ আবেদন করতে হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ মেডিকেল অফিসার (Medical Officer)

বেতনঃ প্রতি সপ্তাহে 3 দিন কাজের জন্য প্রতিদিনে 3000 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ ন্যাশানাল মেডিকেল কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মেডিসিন বিভাগে পোস্ট গ্রেজুয়েশন বা ডিপ্লোমা ও  1 বছরের ইন্টার্নশিপ সহ MBBS ডিগ্রী পাশ করে থাকতে হবে।

বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 62 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ

  • মেডিসিন ফর পলিক্লিনিক – 01
  • পিডিয়াট্রিক্স ফর পলিক্লিনিক – 01
  • G & O ফর পলিক্লিনিক – 01
  • অপথ্যালমায়োলজিস্ট ফর পলিক্লিনিক – 01

(2) পদের নামঃ স্টাফ নার্স (Stuff Nurse)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ ইন্ডিয়ান বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM কোর্স পাশ করে থাকতে হবে। বাংলা ভাষাতে কথা বলায় দক্ষ থাকতে হবে।

বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 04 টি।

(3) পদের নামঃ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (CHA)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ ইন্ডিয়ান বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM কোর্স পাশ করে থাকতে হবে এবং বাংলা ভাষাতে কথা বলায় যথেষ্ট দক্ষ হতে হবে।

বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 09 টি।

(4) পদের নামঃ অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট (Ophthalmic Assistant)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 18,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কমপক্ষে 2 বছরের প্যারামেডিকেল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের কোর্স করে থাকতে হবে।

বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 18থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 02 টি।

(5) পদের নামঃ GDMO

বেতনঃ GDMO পদের জন্য প্রতিমাসে 60,000 টাকা বেতন মিলবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করে থাকতে হবে এবং কমপক্ষে 1 বছরের ইন্টার্নশিপ থাকতে হবে।

বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 62 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 01 টি।

(7) পদের নামঃ FTMO

বেতনঃ FTMO পদের জন্য প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করে থাকতে হবে এবং কমপক্ষে 1 বছরের ইন্টার্নশিপ থাকতে হবে।

বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 62 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 01 টি।

নিয়োগ পদ্ধতিঃ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে প্রার্থীদের সরাসরি একাডেমিক কোয়ালিফিকেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখঃ

  • Staff Nurse – 01.11.2022
  • CHA Urban – 01.11.2022
  • CHA/ANM – 01.11.2022
  • GDMO – 04.11.2022
  • FTMO – 04.112022
  • GDA – 04.11.2022
  • Ophthalmic Assistant – 04.11.2022
  • Medical Officer – 04.11.2022     

ইন্টারভিউয়ের সময়ঃ 10.30 AM

ইন্টারভিউয়ের স্থানঃ Conference Hall (1st” Floor), DRS Building, Near 
Pharmacy College, CMOH Office, Jalpaiguri

আবেদন পদ্ধতিঃ

হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে প্রকাশিত এই সমস্ত পদের জন্য কোনোরকম আবেদন করতে হবে না।

সবার প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিয়ে দিয়ে একটি পেমেন্ট রিসিপ্ট নিতে হবে।

তারপরে ইন্টারভিউয়ের দিন নিচে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি অরিজিনাল সহ জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। 

ইন্টারভিউ স্থানে সঠিক সময়ে গিয়ে আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • বয়সের প্রমাণপত্র।
  • আধার কার্ড বা ভোটার কার্ড।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র।
  • কাস্ট সার্টিফিকেট থাকলে তার সার্টিফিকেট।

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 রাজ্যে ৮ পাশে এবং উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ-সি, গ্রুপ-ডি কর্মী নিয়োগ

🎯 কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে নিয়োগ 2022

🎯 দীর্ঘদিন পর ফুড সেফটি অফিসে চাকরি