পশ্চিমবঙ্গ সরকারের ডিসট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে চাকরির শুন্যপদ বেরিয়েছে। এই নিয়োগটি হাওড়া জেলায় করা হবে। এই চাকরির জন্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারা যাবে।
ন্যাশনাল হেলথ প্রোগ্রামের অধীনে হওয়া এই নিয়োগের সমস্ত বিষয় আজকে আমরা বিস্তারে জানাবো। আবেদন করার আগে অবশ্যই এগুলি জেনে নেওয়া দরকার।
নোটিশ নম্বরঃ DHFWS/HOW/483
নোটিশ প্রকাশের তারিখঃ 03.03.2022
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- মেডিক্যাল অফিসার (NUHM)
বেতন- প্রতি মাসে ৬০ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 62 বছর বা এর কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- MCI এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি করা থাকতে হবে। সেইসাথে ১ বছরের ইন্টার্নশিপ করা থাকতে হবে।
শুন্যপদ- 8 টি
(2) পদের নাম- জেনেরাল ডিউটি মেডিক্যাল অফিসার (NRHM)
বেতন- প্রতি মাসে ৬০ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 62 বছর বা এর কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- MCI এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি করা থাকতে হবে।
শুন্যপদ- 2 টি
(3) পদের নাম- মেডিক্যাল অফিসার (HCP)
বেতন- প্রতি মাসে ৬০ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 62 বছর বা এর কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- MCI এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি করা থাকতে হবে। সেইসাথে থ্যালাসেমিয়া রোগীদের সাথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(4) পদের নাম- স্টাফ নার্স (NUHM)
বেতন- প্রতি মাসে ২৫ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 64 বছর বা এর কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (INC) থেকে GNM কোর্স করতে হবে।
শুন্যপদ- 35 টি
(5) পদের নাম- স্টাফ নার্স (HCP)
বেতন- প্রতি মাসে ২৫ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছর বা এর কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (INC) থেকে GNM কোর্স করতে হবে।
শুন্যপদ- 2 টি
(6) পদের নাম- অ্যাকাউন্ট্যান্ট
বেতন- প্রতি মাসে ১২ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 60-65 বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে।
শুন্যপদ- 1 টি
(7) পদের নাম- GDA
বেতন- প্রতি মাসে ৮ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 60-65 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে।
শুন্যপদ- 1 টি
(8) পদের নাম- সিনিয়ার টিউবারকিউলসিস ল্যাবরেটরি সুপারভাইজার (STLS)
বেতন- প্রতি মাসে ২৫ হাজার টাকা
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 22-40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েট পাশ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি এর স্বিকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে। দুই চাকার গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কমপক্ষে দুই মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। সেইসাথে সমস্ত শিক্ষাগত যোগ্যতায় ৫০% নম্বর থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
নিয়োগ প্রক্রিয়াঃ সরাসরি ইন্টারভিউ (Walk in Interview) এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ 11 মার্চ 2022
ইন্টারভিউয়ের সময়ঃ সকাল ১০ টার সময়
ইন্টারভিউয়ের স্থানঃ DRS Hall (1st Floor) Bungalow Office Campus of the CMOH, 11, Dr. P.K. Banerjee Roas, Lichubagan, Howrah-711101.
ইন্টারভিউয়ের জন্য আবেদন ফর্মঃ এক্ষেত্রে আগে থেকে কোথাও আবেদনপত্র জমা করার দরকার নেই। ইন্টারভিউয়ের দিন একটি ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে। আবেদন করার ফর্মটি অফিসিয়াল নোটিশের তিন নম্বর পেজে দেওয়া আছে। নোটিশটি ডাউনলোড করে ফর্মটি A4 পেজে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটি ফিল আপ করে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- শিপইয়ার্ডে অ্যাপ্রেনটিস নিয়োগ
- কেন্দ্র সরকারের গ্রুপ-C এবং গ্রুপ-D চাকরি
- খাদ্য দপ্তরে গ্রুপ-C কর্মী নিয়োগ