কোলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাতে গ্রুপ-D, গ্রুপ-C এবং গ্রুপ-B এর বিভিন্ন পোষ্টে নিয়োগের কথা জানানো হয়েছে। এই নিয়োগটি বীরভূম জেলায় করা হবে। নিয়োগ করবে বীরভূম জেলার রিক্রূটমেন্ট কমিটি। বীরভূম জেলার আদালতে নিয়োগ করা হলেও, এই গ্রুপ-D, গ্রুপ-C এবং গ্রুপ-B চাকরি গুলির জন্য পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই ছেলে-মেয়ে সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে।
নোটিশ নম্বরঃ 01
নোটিশ প্রকাশের তারিখঃ 15 জানুয়ারি 2022
পোস্ট সংক্রান্ত তথ্য (Post Details)
(1) পোষ্টের নাম- ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ-B)
বেতন- প্রতি মাসে 32,100 – 82,900 টাকা
শুন্যপদ- 5 টি
(2) পোষ্টের নাম- বাংলা স্টেনোগ্রাফার (গ্রুপ-B)
বেতন- প্রতি মাসে 28,900 – 74,500 টাকা
শুন্যপদ- 3 টি
(3) পোষ্টের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-C)
বেতন- প্রতি মাসে 22,700 – 58,500 টাকা
শুন্যপদ- 28 টি
(4) পোষ্টের নাম- প্রসেস সার্ভার (গ্রুপ-C)
বেতন- প্রতি মাসে 21,000 – 54,000 টাকা
শুন্যপদ- 8 টি
(5) পোষ্টের নাম- পিওন/নাইট গার্ড (গ্রুপ-D)
বেতন- প্রতি মাসে 17,000 – 43,600 টাকা
শুন্যপদ- 49 টি
মোট শুন্যপদঃ 93 টি
নিয়োগ প্রক্রিয়াঃ কিছুদিনের মধ্যে আরো একটি নোটিশ প্রকাশ করে জানানো হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ কিছুদিনের মধ্যে আরো একটি নোটিশ প্রকাশ করে জানানো হবে।
আবেদন প্রক্রিয়াঃ কিছুদিনের মধ্যে আরো একটি নোটিশ প্রকাশ করে জানানো হবে।
বিঃদ্রঃ এই চাকরির নিয়োগের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। খুব তাড়াতাড়ি আরো একটি নোটিশ প্রকাশ হবে। তারপর নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে। নোটিশ প্রকাশিত হলে এবং আবেদন শুরু হলে আমরা আপনাকে জানিয়ে দেবো। তাই আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
গুরুত্বপূর্ণ তারিখ | |
শর্ট নোটিশ প্রকাশ | 15.01.2022 |
আবেদন শুরু | শীঘ্র শুরু হবে |
আবেদন শেষ | পরে জানানো হবে |
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ আবেদন করার লিংকঃ Update Soon
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- গ্রুপ-D এবং গ্রুপ-C পদে ডিফেন্সে নিয়োগ
- রাজ্যে ডিসট্রিক্ট ডাটা ম্যানেজার নিয়োগ
- মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি