রাজ্যের জেলা কোর্টে গ্রুপ-সি, গ্রুপ-ডি (Group-C, Group-D) কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নদীয়া জেলা আদালতে এই নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সব জেলার চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া, নিয়োগ পদ্ধতি, পদ গুলির নাম এবং নিয়োগের অন্যান্য তথ্য আপনি নিচে পরপর পেয়ে যাবেন। আবেদন করার আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন।
নোটিশ নম্বর – 205
নোটিশ প্রকাশের তারিখ – 15/05/2023
1. পদের নাম- বেঞ্চ ক্লার্ক (Bench Clerk)
শূন্যপদ – এখানে 6 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে, সাথে বাংলা এবং ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও থাকা প্রয়োজন।
বয়সসীমা – সর্বোচ্চ 62 বছর পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – মাসিক 10,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. পদের নাম- ইংলিশ স্টেনোগ্রাফার (English Stenographer)
শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে, সাথে বাংলা এবং ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও থাকা প্রয়োজন। স্টেনোগ্রাফি এবং টাইপিং স্পিড থাকতে হবে যথাক্রমে 80 এবং 30 wpm।
বয়সসীমা – সর্বোচ্চ 62 বছর পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – এখানে প্রার্থীদের শেষ স্যালারি – পেনশন, এই হিসেবে বেতন দেওয়া হবে।
3. পদের নাম- পিওন (Peon)
শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – নূন্যতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে, সাথে কম্পিউটার দক্ষতাও থাকা প্রয়োজন।
বয়সসীমা – সর্বোচ্চ 62 বছর পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – মাসিক 8,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না।
আবেদন পদ্ধতি
এখানে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য অফিসিয়াল নোটিশের 2 নং পাতায় থাকা আবেদন পত্রটি পূরন করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
আবেদনপত্র তথা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করে ডাউনলোড করুন।
আবেদন পাঠাবার ঠিকানা
District Judge, Nadia, Krishnagar, Zilla Adalat Bhaban, PIN-741101.
আবেদনের সময়সীমা
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের এখানে 31/05/2023 তারিখের বিকেল 5 টার মধ্যে উপরে উল্লেখিত ঠিকানাতে আবেদনপত্র পাঠিয়ে ফেলতে হবে।
ইন্টারভিউয়ের সময়সীমা
ইন্টারভিউ নেওয়া হবে 06/06/2023 থেকে 08/06/2023 তারিখ পর্যন্ত।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রেল কর্পোরেশনে স্থায়ী ও অস্থায়ী পদে চাকরি ২০২৩
- রাজ্যের মাদ্রাসায় শিক্ষক নিয়োগের শূন্যপদ PDF ডাউনলোড
- স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতিতে চাকরি
- রাজ্যে শ্রম দপ্তরে চাকরি! 56,100 টাকা প্রতি মাসে বেতন