১৫ ফেব্রুয়ারি রাজ্যের নতুন বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য রাজ্যের সরকারি কর্মীদের জন্য 3% DA বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকার। সেই ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরও ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সরকারের বিরুদ্ধে রাজ্যের DA নিয়ে বর্তমানে সুপ্রিমকোর্টে মামলা চলছে, আবার রাজ্য সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ বকেয়া ডিএ দিতে হবে, এই লক্ষ্যে আন্দোলনে সামিল হয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেছেন কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে।
এই অবস্থায় ডিএ ঘোষণা নিয়ে স্পষ্টতই বিভক্ত হয়ে পড়েছেন সরকারি কর্মীরা। এই খবরে তৃণমূল পন্থী সরকারি কর্মী সংগঠনের কর্তারা উৎসবে মেতেছেন, বিগলিতভাবে আর্থিক চরম অবস্থার মধ্যেও DA দেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ দিচ্ছেন।
আবার, অন্য সরকারি কর্মীরা 39% এর বদলে 6% ‘ভিক্ষার দান’ নেবেন না, এই স্লোগান তুলে রাস্তা থেকে মিডিয়ায় আওয়াজ তুলছেন। আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, সরকারের থেকে এই ডিএ তারা চান না। তাদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হোক।
মোটের উপর ডিএ বৃদ্ধির কথা ঘোষণাতে আনন্দ নয় ম্লানতা যেন বেশি চোখে পড়ছে। সরকারি কর্মীদের দাবী, যেখানে বকেয়া ৩৯%, সেখানে ৩% মেনে নেওয়া যায়না। আর আগের ৩% ডিএ দিয়েছে বাড়িভাড়ার ১৫% কে কমিয়ে ১২% করে ৩% ডিএ হিসাবে দেখানো হয়েছে। বাড়িভাড়া কি কখনও কমে? তাই সরকারকে এই ডিএ ফিরিয়ে নেওয়ার দাবি তুলছেন কর্মীদের একাংশ।
আন্দোলনরত যৌথ মঞ্চের অনশনে কয়েকজন বেশ অসুস্থ হয়েছেন। কর্মীরা আগামী ১০ মার্চ সারা বাংলা ধর্মঘট এর ডাক দিয়েছে। রাজ্যের ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তির পর আদৌ কি কর্মীদের পক্ষে ডিএ ফিরিয়ে দেওয়া সম্ভব? এই ব্যাপারেও আইনী পরামর্শ নেওয়া হচ্ছে। এই ব্যাপারে ডিএ মামলাকারী আইনজীবি প্রবীর চ্যাটার্জীর শরণাপন্ন হয়েছেন সরকারী কর্মীদের একাংশ। কর্মীদের একাংশ ডিএ না নিতে চাইলে বাকিরা কি ডিএ নিতে পারবেন? এই প্রশ্নের আইনি যুক্তির খোঁজ চলছে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
এগুলিও পড়ুন 👇👇
💡 সিভিক পুলিশদের নিয়ে বিরাট ঘোষনা মমতা সরকারের
💡 বন্ধের মুখে রাজ্যের ৮২০৭ স্কুল? আপনার জেলায় কয়টি-দেখে নিন
💡 বেসরকারি সংস্থার কর্মীদের একলাফে অনেকটা বেতন বাড়ছে