ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) এর তরফ থেকে চাকরির নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি অল ইন্ডিয়া জব ভ্যাকান্সি, যেকারনে পশ্চিমবঙ্গের প্রার্থীরাও তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে।
কোন পদে এবং কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে, চাকরির ধরন কিরকম, শুন্যপদের বিন্যাস, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এবং আবেদন কিভাবে করবেন জেনে নিন।
নোটিশ নম্বরঃ 13/202
নোটিশ প্রকাশের তারিখঃ 01.04.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ জুনিয়র টেকনিশিয়ান (Junior Technician)
যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ
(1) ইলেকট্রনিক মেকানিক (Electronics Mechanic)
(2) ইলেকট্রিশিয়ান (Electrician)
(3) ফিটার (Fitter)
মাসিক বেতনঃ
- প্রথম বছর 20,480 টাকা
- দ্বিতীয় বছর 22,528 টাকা
- তৃতীয় বছর 24,780 টাকা
বয়সসীমাঃ 31.03.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 30 বছরের কম হতে হবে।
ট্রেড অনুযায়ী শুন্যপদঃ
(1) ইলেকট্রনিক মেকানিক- 814
(2) ইলেকট্রিশিয়ান- 184
(3) ফিটার- 627
মোট শুন্যপদঃ 1625 টি
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ হতে হবে। সেইসাথে নির্দিষ্ট (Electronics Mechanic/ Electrician/ Fitter) ট্রেডের দুই বছরের ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ মাধ্যমিকের এবং ITI এর নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট বের করা হবে। ঐ মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে।
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল (১ বছরের জন্য নিয়োগ করা হবে, যা প্রয়োজনে পরবর্তীতে তিন বছর পর্যন্ত বাড়ানো হতে পারে)।
আবেদন প্রক্রিয়াঃ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ওয়েবসাইটটি হল- www.ecil.co.in। এই মুহুর্তে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু রয়েছে, যা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 01.04.2022 |
আবেদন শুরু | 01.04.2022 |
আবেদন শেষ | 11.04.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-