রাজ্যের বিভিন্ন জেলার ডেভেলপমেন্ট অথোরিটিতে গ্রুপ-ডি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালকেও আমরা এই রকমই একটি নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের kajkarmo ওয়েবসাইটে পোষ্ট করেছিলাম। আপনি যদি আমাদের ওয়েবসাইটের নিয়মিত ভিজিটার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এটি জেনে থাকবেন।
আজকের এই গ্রুপ-ডি নিয়োগটি করা হবে কোচবিহার জেলার চ্যাঙরাবান্ধা (Changrabandha) ডেভেলপমেন্ট অথোরিটিতে। আর কথা না বাড়িয়ে এইবার এই চাকরির জন্য কয়টি শুন্যপদ আছে, মাসিক বেতন কত, বয়স কত হতে হবে এবং কিভাবে আবেদন করতে হবে তা জানাবো।
নোটিশ নম্বরঃ 013
নোটিশ প্রকাশের তারিখঃ 27.01.2022
পদের নামঃ গ্রুপ-ডি (Group-D)
বেতনঃ পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 17,000 থেকে 43,600 টাকা।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী। ST, SC, OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছরের এবং ৩ বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনি পাশ করে থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
শুন্যপদঃ 1 টি
নিয়োগ প্রক্রিয়াঃ
- লিখিত পরীক্ষা (85 নম্বর)
- ইন্টারভিউ (15 নম্বর)
নিয়োগের স্থানঃ কোচবিহার জেলার চ্যাঙরাবান্ধা (Changrabandha) ডেভেলপমেন্ট অথোরিটিতে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রার্থীকে প্রথমে আবেদন করার লিংকে ক্লিক করে নাম এবং দরকারি তথ্য পূরন করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ডিটেলস দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে আবার প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরন করতে হবে এবং সবশেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফিঃ
- ST/SC/PWD শ্রেনিদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 100 টাকা
- বাকীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 200 টাকা।
- অনলাইনের মাধ্যমেই আবেদন ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 27.01.2022 |
আবেদন শুরু | 29.01.2022 |
আবেদন শেষ | 15.02.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যে ট্রপিকাল মেডিসিনে চাকরি
- রাজ্যে ডিসট্রিক্ট প্রোজেক্টে গ্রুপ-C নিয়োগ
- ডেভেলপমেন্ট অথোরিটিতে গ্রুপ-D পদে চাকরি