ESIC Recruitment 2024: কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশনে ইন্টারভিউের মাধ্যমে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৬০,০০০/- টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ESIC Specialist Recruitment 2024: কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন (ESIC) সংস্থার তরফ থেকে ফুল টাইম স্পেসালিস্ট এবং পার্ট টাইম স্পেসালিস্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এবং প্রার্থীদেরকে ESIC হাসপাতাল, তিনসুকিয়া, আসামে নিয়োগ করা হবে। 

এখানে সরাসরি ইন্টারভিউের মাধ্যমেই প্রার্থীদের নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে ছেলে মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় জানিয়ে দেব। 

নিয়োগকারী সংস্থাকর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন (ESIC)
পদের নামস্পেসালিস্ট
শূন্যপদমোট ৪ টি
বেতন৬০,০০০/- টাকা
আবেদন পদ্ধতিসরাসরি ইন্টারভিউ
অফিশিয়াল পোর্টালesic.gov.in

পদ এবং শূন্যপদের বিবরণ 

পদের নাম- এখানে যে যে পদে নিয়োগ হচ্ছে সেগুলি হল- সার্জারি, মেডিসিন, পেডিয়াট্রিক্স এবং প্যাথলজি।

শূন্যপদ- এখানে মোট শূন্যপদের সংখ্যা ৪ টি। প্রতিটি পদের জন্য ১ টি করে শূন্যপদ বরাদ্দ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা 

এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহি চাকরিপ্রার্থীকে MBBS ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে PG ডিগ্রি বা PG ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা রাজ্য মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। PG ডিগ্রিধারী প্রার্থীদের ৩ বছরের অভিজ্ঞতা লাগবে এবং PG ডিপ্লোমাধারী প্রার্থীদের ৫ বছরের অভিজ্ঞতা লাগবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স সীমা 

এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৬৯ বছর। 

বেতন কাঠামো 

  • ফুল টাইম স্পেশালিস্টদের জন্য প্রতি মাসে ১,০০,০০০ টাকা
  • পার্ট টাইম স্পেসালিস্টদের জন্য প্রতি মাসে ৬০০০০ টাকা। 
  • এছাড়া অতিরিক্ত কাজের জন্য প্রতি ঘন্টায় ৮০০ টাকা দেওয়া হবে এবং জরুরী পরিস্থিতিতে ডিউটির জন্য ১৫০০০ টাকা দেওয়া হবে। 

নিয়োগ প্রক্রিয়া 

এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউের মাধ্যমেই প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি 

আগ্রহী এবং যোগ্য চাকরি-প্রার্থীদের এখানে অনলাইন বা অফলাইন কোনভাবেই আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে ইন্টারভিউতে অংশ নিতে হবে। প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য সকাল ৯ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে। 

প্রয়োজনীয় ডকুমেন্ট 

ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যে যে ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলি হল- 

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
  • অভিজ্ঞতার প্রমাণপত্র,
  • মেডিকেল কাউন্সিলের নিবন্ধন সার্টিফিকেট,
  • আধার কার্ড বা ভোটার কার্ড,
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি 

ইন্টারভিউের স্থান

Tentatively ESIC Hospital Tinsukia

আরও আপডেটঃ কানাড়া ব্যাঙ্কে ইন্টারভিউের মাধ্যমে একাধিক পদে কর্মী নিয়োগ, ৬ই নভেম্বরের আগে আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখ 

এখানে ইতিমধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। প্রতি সপ্তাহের শুক্রবার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হয়। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যেকোনো শুক্রবার দেখে নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ দিতে যাবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল নোটিশ- Download Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

Leave a Comment