Canara Bank Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। সম্প্রতি কানাড়া ব্যাংক একাধিক পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদগুলোতে মূলত চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা সরাসরি কানাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে ছেলে মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | কানাড়া ব্যাংক |
পদের নাম | ইন্টারনাল ওমবুডসম্যান ও ডেপুটি ইন্টারনাল ওমবুডসম্যান |
শূন্যপদ | মোট ২ টি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৬/১১/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | canarabank.com |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- ইন্টারনাল ওমবুডসম্যান ও ডেপুটি ইন্টারনাল ওমবুডসম্যান।
শূন্যপদ- এখানে মোট শূন্যপদ ২ টি। (ইন্টারনাল ওমবুডসম্যান- ১ টি, ডেপুটি ইন্টারনাল ওমবুডসম্যান- ১ টি)
শিক্ষাগত যোগ্যতা
ইন্টারনাল ওমবুডসম্যান- এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অন্য কোন ব্যাংক বা আর্থিক নিয়ন্ত্রণ সংস্থা বা সমপর্যয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে। কিন্তু আবেদনকারীকে পূর্বে কখনো কানাড়া ব্যাংক বা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত থাকা যাবে না।
ডেপুটি ইন্টারনাল ওমবুডসম্যান- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে অন্য কোন ব্যাংক বা আর্থিক নিয়ন্ত্রক সংস্থা অথবা ডেপুটি জেনারেল ম্যানেজার বা তার ওপরের পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে। পূর্বে কানাড়া ব্যাংকের কোন কর্মকর্তা হলে আবেদন করা যাবে না।
বয়স সীমা
এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়স দেওয়া হয়েছে ৭০ বছর, যা চুক্তি শেষ হওয়ার পূর্বেই পূর্ণ হতে হবে।
বেতন কাঠামো
এই পদগুলোতে নির্বাচিত প্রার্থীদের চুক্তিভিত্তিক বেতন এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে। বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। প্রাথমিকভাবে যোগ্যতার ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। সেই শর্টলিস্টে যাদের নাম থাকবে তাদের ইন্টারভিউের মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। প্রার্থীদেরকে সরাসরি কানাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Career” সেকশনের ভিতরে “RP – 4/2024” লিংকে ক্লিক করতে হবে। এরপর নিজের ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যে যে ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-
- জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট,
- পাসপোর্ট ছবি,
- আধার কার্ড,
- স্নাতক বা স্নাতকোত্তর সার্টিফিকেট,
- অভিজ্ঞতার সার্টিফিকেট।
আরও আপডেটঃ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফিল্ড ইনভেস্টিগেটর কর্মী নিয়োগ, মাসিক বেতন ২০,০০০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ২৪ অক্টোবর, ২০২৪
আবেদনের শেষ তারিখ- ৬ নভেম্বর, ২০২৪
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন করুন- Apply Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now