Justdial Internship Training 2024: জাস্ট ডায়াল কোম্পানি ২০২৪ সালের জন্য হিউম্যান রিসোর্স বা মানবসম্পদ বিভাগে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করেছে। এখানে তারা প্রার্থীদের বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দিয়ে অভিজ্ঞতা বাড়াবে এবং তার সঙ্গে মাসে মাসে স্টাইপেন্ড প্রদান করবে। তাই যারা মানবসম্পদ বিভাগ নিয়ে এগিয়ে যেতে চান তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- কি কি দায়িত্ব পালন করতে হবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে সমস্ত বিষয়ে জানিয়ে দেব।
জাস্ট ডায়াল সম্পর্কে
জাস্ট ডায়াল হল ভারতের সবচেয়ে জনপ্রিয় লোকাল সার্চ ইঞ্জিন। ১৯৯৬ সালে শুধুমাত্র একটি ফোনভিত্তিক লোকাল ডিরেক্টর হিসেবে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এই জাস্ট ডায়াল প্লাটফর্মের মাধ্যমে বিল পেমেন্ট, রিচার্জ, টেবিল বুকিং, ট্যাক্সি বুকিং, মুভির টিকিট বুকিং প্রভৃতি অনলাইন কাজকর্ম সম্ভব হয়।
জাস্ট ডায়ালে বর্তমানে মোবাইল অ্যাপ এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে খুব সহজেই কাজ করা যায়। দেশের প্রায় প্রতিটি বড় বড় শহরে জাস্ট ডায়ালের সংস্থা রয়েছে।
কারা এই ট্রেনিং নিতে পারবেন?
এই ইন্টার্নশিপ শুধুমাত্র তাদের জন্যই, যারা নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করবে-
- ফুল টাইম ইন অফিসে ইন্টার্নশিপের জন্য প্রস্তুত থাকতে হবে,
- ১৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে যারা ইন্টার্নশিপ শুরু করতে পারবে তারাই আবেদন করবে,
- ২ মাস প্রার্থীদের নিরবচ্ছিন্ন সময় দিতে হবে,
- সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের দক্ষতা এবং আগ্রহ থাকতে হবে,
- মহিলারা যারা কর্মজীবন শুরু করতে চান তারাও এখানে আবেদন করতে পারবেন।
ইন্টার্নদের দায়িত্ব ও কর্তব্য
এখানে যেসমস্ত প্রার্থীরা ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করবে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বগুলি হল-
- CIC, TME এবং BDE নিয়োগের জন্য ক্যাম্পাসের সঙ্গে যোগাযোগ করতে হবে,
- সম্ভাব্য আবেদনকারীদের কাছে কল করতে হবে,
- ক্যারিয়ার জব ফেয়ার এবং কোম্পানি কার্যক্রম পরিকল্পনায় অংশগ্রহণ করতে হবে,
- সোশ্যাল মিডিয়া এবং ক্যারিয়ার পেজে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করতে হবে,
- ওয়াক-ইন ইন্টারভিউ এবং অনলাইন পরীক্ষার পরিচালনা করতে হবে,
- প্রয়োজনীয় পদের জন্য নতুন পরামর্শদাতাদের খোঁজ করতে হবে,
- নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগের লক্ষ্য পূরণ করতে হবে।
ইন্টার্নশিপের স্থান
যারা বিনামূল্যে এই ইন্টার্নশিপ ট্রেনিংটি নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি হবে ভারতের চন্ডীগড়ে।
ইন্টার্নশিপের মেয়াদ
এই ইন্টার্নশিপ ট্রেনিংটির মেয়াদ হবে ২ মাস। ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে কোম্পানির তরফ থেকে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
এখানে যারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে প্রতি মাসে ৬০০০/- টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে সংশ্লিষ্ট কোম্পানি তরফ থেকে। এছাড়া ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট এবং সুপারিশপত্র প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
আবেদন পদ্ধতি
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটর লিংক দেওয়া আছে। সেখানে ভিজিট করে “Apply Now” অপশনে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও আপডেটঃ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফিল্ড ইনভেস্টিগেটর কর্মী নিয়োগ, মাসিক বেতন ২০,০০০/- টাকা
আবেদনের শেষ তারিখ
এই ইন্টারসিপ ট্রেনিং-এ আবেদন করার শেষ তারিখ ১৪ই নভেম্বর, ২০২৪। তাই যারা বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নিতে চান তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
Justdial Internship Training 2024: Apply Now