Forest Department Recruitment 2024: পশ্চিমবঙ্গ চাকরিরপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। সম্প্রতি ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং (IFGTB) সংস্থার পক্ষ থেকে মাল্টি টাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য, যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত বিষয় জানিয়ে দেব।
নিয়োগকারী সংস্থা | ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং (IFGTB) |
পদের নাম | MTS, LDC, TE এবং TA |
শূন্যপদ | মোট ১৬ টি |
মাসিক বেতন | ১৮,০০০-২৯,২০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০/১১/২০২৪ |
অফিশিয়াল পোর্টাল | ifgtb.icfre.org |
পদ এবং শূন্যপদের বিবরণ
এখানে প্রত্যেকটি পদ এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শূন্যপদ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
পদের নাম | শূন্যপদ |
মাল্টি টাস্কিং স্টাফ (MTS) | ৮ টি |
লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) | ১ টি |
টেকনিশিয়ান (TE) | ৩ টি |
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (TA) | ৪ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল-
মাল্টি টাস্কিং স্টাফ (MTS)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা দরকার।
লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ এবং টাইপিং-এ দক্ষতা থাকতে হবে।
টেকনিশিয়ান (TE)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর ৬০ শতাংশ নাম্বার সহ উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাশ করতে হবে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (TA)- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর এগ্রিকালচার বা বায়োটেকনোলজিতে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।
বয়স সীমা
এই পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স চাওয়া হয়েছে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
- SC/ST- ৫ বছর
- OBC- ৩ বছর
- PwBD- ১০ বছর
বেতন কাঠামো
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো ধার্য করা হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হল।
পদের নাম | বেতন কাঠামো |
মাল্টি টাস্কিং স্টাফ (MTS) | ১৮,০০০/- টাকা |
লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) | ১৯,৯০০/- টাকা |
টেকনিশিয়ান (TE) | ২১,৭০০/- টাকা |
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (TA) | ২৯,২০০/- টাকা |
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য বন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর “Apply Online” লিংকে ক্লিক করতে হবে। তারপর নিজের ফোন নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর আবেদন ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য- ২৫০ টাকা,
অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য- ৫০০ টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ১৮ নভেম্বর, ২০২৪
আবেদনের শেষ তারিখ- ৩০ নভেম্বর, ২০২৪
গুরুত্বপূর্ণ লিংক
আবেদন করুন- Apply Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now