পশ্চিমবঙ্গের একটি জেলাতে গ্রুপ-C বেঞ্চ ক্লার্ক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের মহিলা এবং শিশু উন্নয়ন দপ্তরের তরফ থেকে Group C Bench Clerk Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
উত্তর দিনাজপুর জেলার ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর অফিস এর অধীনে এই গ্রুপ-C বেঞ্চ ক্লার্ক নিয়োগ করা হচ্ছে।
উত্তর দিনাজপুর জেলাতে নিয়োগ করা হলেও পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আবেদন করা যাবে। আজকের এই প্রতিবেদনে আমরা এই নিয়োগের বিস্তারিত জানবো। সব কিছু জেনে বুঝে তারপর আবেদন করবেন।
Group C Bench Clerk Recruitment
নোটিশ নম্বরঃ 40/DSW (UD)
নোটিশ প্রকাশের তারিখঃ 22.04.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ বেঞ্চ ক্লার্ক (Bench Clerk)
বেতনঃ প্রতি মাসে 14,770 টাকা
বয়সসীমাঃ 21 থেকে 40 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে। বয়সের হিসেব করা হবে 01.04.2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করতে পারা যাবে।
শুন্যপদঃ 1 টি
নিয়োগ প্রক্রিয়াঃ
(1) লিখিত পরীক্ষা- ৮০ নম্বর
(2) কম্পিউটার টেস্ট- ১০ নম্বর
(3) ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা- ১০ নম্বর
লিখিত পরীক্ষার সিলেবাসঃ ইংরেজি, গনিত এবং জেনারেল নলেজ
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে হবে অফলাইনে ফর্ম ফিল আপ এবং জমা করার মাধ্যমে। অফিসিয়াল নোটিশে আবেদন করার জন্য ফর্ম দেওয়া রয়ছে।
যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে প্রথমে নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে। তারপর নোটিশের তিন নম্বর পেজে থাকা আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
ফর্ম প্রিন্ট করে সঠিকভাবে সেটি ফিল আপ করতে হবে। এরপর ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। এরপর সমস্ত কাগজগুলিকে একসাথে একটি খামে ভরতে হবে। এবার আবেদনপত্রের খামটিকে নিচের ঠিকানায় পোষ্ট করে দিতে হবে।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) বয়সের প্রমানপত্র হিসবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট
(2) উচ্চমাধ্যমিকের মার্কশীট
(3) আঁধার কার্ড
(4) ভোটার কার্ড ইত্যাদি
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
District Magistrate, Uttar Dinajpur, District Social Welfare Section, Office of the District Magistrate, Uttar Dinajpur, Raigani at Karnajora. Pin- 733130.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 22.04.2022 |
আবেদন শুরু | 22.04.2022 |
আবেদন শেষ | 06.05.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-