রাজ্যের জেলায় গ্রুপ-C ডাটা ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি দেখে নিন | Group C Data Manager Recruitment

Group C Data Manager Recruitment in Jhargram

রাজ্যের একটি জেলাতে গ্রুপ-C ডাটা ম্যানেজার (Group C Data Manager) পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর এর অফিস থেকে চাকরির নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা কন্যাশ্রী সেকশন অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পের আওতায় এ নিয়োগটি করা হবে। 

প্রথমে জানিয়ে দিই এই চাকরির জন্য সকলে আবেদন জানাতে পারবে না। নির্দিষ্ট জেলার এবং নির্দিষ্ট শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য এই চাকরিটি বরাদ্দ রয়েছে। আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা নিচে থেকে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন। 

নিয়োগের নোটিস মেমো নম্বর: 20/KSP/JGM

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 15/02/2023

আবেদনের মাধ্যম: অফলাইনে আবেদন করতে হবে। 

যে পদে নিয়োগ করা হবে:

ডাটা ম্যানেজার (Data Manager) পদের জন্য নিয়োগ করা হবে। 

মাসিক বেতন: 

ডাটা ম্যানেজার পদের জন্য চাকরিপ্রার্থীকে প্রতি মাসে ১১ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। 

বয়সসীমা: 

১৮ থেকে ৩৭ বছরের মধ্যে যাদের বয়স তারা উক্ত চাকরির জন্য আবেদন জানাতে পারবে। বয়সের হিসাব করবেন ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী। 

নিয়োগ প্রক্রিয়া: 

লিখিত পরীক্ষা, কম্পিউটার প্রাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে আবেদনকারীদের বাছাই করে নিয়োগ করা হবে। 

  • লিখিত পরীক্ষা- 50 নম্বর 
  • কম্পিউটার প্রাকটিক্যাল টেস্ট- 40 নম্বর 
  • ইন্টারভিউ- 10 নম্বর

চাকরির ধরন: 

সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিসের চাকরি। 

আবেদনের জন্য চাকরির সময়সীমা: 

তিন বছরের সময়ের জন্য কন্ট্রাক্ট হিসেবে নিয়োগ করা হবে। 

শিক্ষাগত যোগ্যতা: 
  • যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে। 
  • যেকোনো নামকরা এবং স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। 
  • কম্পিউটারের প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে। 
শূন্যপদ: 

১ টি (SC) 

অন্যান্য যোগ্যতা:

এই চাকরির জন্য আবেদনকারীকে অবশ্যই ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 

নিয়োগের স্থান: 

ঝাড়গ্রাম জেলার কন্যাশ্রী সেকশনে এই নিয়োগ করা হবে। 

আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া: 

(1) যোগ্য এবং ইচ্ছুক চাকরি প্রার্থীদের অফলাইনের ফর্ম জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ওই ফর্মটি ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। 

(2) আবেদনকারীদের সুবিধার জন্য আমরা এই পেজের নিচেই আবেদন করার ফর্ম ডাউনলোড করার ডাইরেক্ট লিংক দিয়ে দিয়েছি। ওখানে ক্লিক করলেই আবেদন করার জন্য ফর্ম ডাউনলোড করতে পারবেন। 

(3) ফর্ম ফর্মটি ডাউনলোড করার পর প্রথমেই A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর ফর্মটি সঠিক তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করে নিতে হবে। 

(4) ফর্মটি পূরণ করা হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত দরকারি ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিয়ে খামের মধ্যে ভরতে হবে। তারপর খামের মুখ বন্ধ করে দিতে হবে। খামের উপর লিখতে হবে- Application for the Post of Data Manager, Kanyashree Prakalpa. 

(5) সবকিছু একবার ঠিকঠাক করে নিয়ে আবেদনপত্র সহ ওই খামটিকে নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে অথবা সরাসরি গিয়েও ড্রপবক্সে জমা করা যাবে। 

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

Kanyashree Section of the Office of the District Magistrate, Jhargram- এই ঠিকানার ড্রপবক্সে আবেদন পত্র জমা করতে হবে।

আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু- 16/02/2023 (16 ফেব্রুয়ারি 2023)

আবেদন শেষ- 02/03/2023 (02 মার্চ 2023)

প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

WHATSAPP GROUP: Click Here

✅ TELEGRAM GROUP: Click Here

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

 ডেইলি চাকরির আপডেট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇