পশ্চিমবঙ্গে গ্রুপ ডি কেয়ারটেকার (Group-D Caretaker) পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত কোন পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
প্রথমে জানিয়ে দিই, নিয়োগটি বাঁকুড়া ইউনিভার্সিটিতে করা হবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই আবেদন করতে পারবেন। কবে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ কোথায় নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে মাসিক বেতন কত করে দেওয়া হবে সমস্ত তথ্য আজকে আমরা বিস্তারিত জানাবো।
Group D Caretaker Recruitment in Bankura University
অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর: RO/BKU/778/2022
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 25.12.2022
গ্রুপ-ডি কেয়ারটেকার নিয়োগের বিস্তারিত তথ্য (Group-D Caretaker Recruitment Details)
পদের নাম:
কেয়ারটেকার-গ্রুপ ডি (Caretaker, Group-D)
মাসিক বেতন:
১০ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি থাকতে হবে। (যদিও বয়স সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সঠিক তথ্য দেওয়া হয়নি)।
শিক্ষাগত যোগ্যতা:
উচ্চ মাধ্যমিক পাস (HS Pass) হলেই আবেদন করতে পারবেন।
শূন্যপদ:
মোট 2 টি গ্রুপ-ডি কেয়ারটেকার শূন্যপদ থাকায় নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউ (Walk-in Interview) এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোন রকমের লিখিত পরীক্ষা হবে না।
ইন্টারভিউ এর তারিখ: 04.01.2022
ইন্টারভিউ এর স্থান: Administrative Building, 2nd Floor, Main Campus, Bankura University.
ইন্টারভিউ এর সময়: 1:00 PM
চাকরির ধরন:
সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর জন্য আবেদন প্রক্রিয়া:
আগে থেকে কোন আবেদন পত্র পাঠানোর বা আবেদন করার প্রয়োজন নেই। এক্ষেত্রে ইন্টারভিউয়ের দিন আবেদনকারীকে তার সমস্ত ডকুমেন্টস গুলি নিয়ে ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত হতে হবে।
বিঃদ্র: নতুন কোনো চাকরি ও কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো আপডেট 👇👇
🎯 ২০২৩ মাধ্যমিক পরীক্ষায় নিয়মের বড় পরিবর্তন
🎯 পশ্চিমবঙ্গের পৌরসভায় অ্যাকাউন্ট ম্যানেজার নিয়োগ
🎯 আধার থাকলেই মাসে ৩০০০ টাকা! কীভাবে পাবেন?