পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশন আশ্রমে গ্রুপ-ডি (Group-D) কর্মী নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমেই জানিয়ে রাখি, এই বিদ্যালয়টি দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে এবং সেখানে নিয়োগ করা হবে। তবে রাজ্যের ২৩ টি জেলার চাকরি প্রার্থীরাই এই গ্রুপ-ডি পদের জন্য আবেদন জানাতে পারবে।
গ্রুপ-ডি কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ নিয়োগের বিস্তারিত তথ্যগুলি নিচে এক এক করে তুলে ধরা হয়েছে। আবেদন করার আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন।
Ramakrishna Mission Ashrama Group-D Recruitment
যে সমস্ত পদে নিয়োগ করা হবে:
(1) পিওন (Peon)
(2) ল্যাব অ্যাটেনডেন্ট (Lab Attendant)
শিক্ষাগত যোগ্যতা:
(1) পিওন- অষ্টম শ্রেণী পাস (Eight Pass)
(2) ল্যাব অ্যাটেনডেন্ট- অষ্টম শ্রেণী পাস (Eight Pass)
মাসিক বেতন:
উপরের দুটি পদের ক্ষেত্রেই চাকরিতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ROPA-এর নিয়ম অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং পার্সোনালি টেস্ট এর মাধ্যমে বাছাই করে নির্দিষ্ট পদের জন্য নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা- 40 নম্বর (পার্ট I- 25 নম্বর পার্ট II-15 নম্বর)
- পার্সোনালিটি টেস্ট- 10 নম্বর
নিয়োগের স্থান:
Ramakrishna Mission Ashrama Sarisha, South 24-Parganas, West Bengal, 743368.
আবেদন প্রক্রিয়া:
(1) আবেদনকারী চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি স্কুল অফিস থেকে অথবা স্কুলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
(2) তবে আবেদনকারীদের সুবিধার জন্য ফর্ম ডাউনলোড করার লিংক এই পেজের নিচে দেওয়া রয়েছে। ওই লিংকে ক্লিক করেও আপনি ফর্মটি ডাউনলোড করতে পারবেন।
(3) ফর্মটি ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে নিয়ে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে নিতে হবে।
(4) এরপর দরকারি শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন ডকুমেন্টস এর জেরক্স ফর্ম এর সাথে জুড়ে দিতে হবে। তারপর সেগুলোকে একটি খামে ভরে স্কুল অফিসের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: 01.12.2022 (01 ডিসেম্বর 2022)
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links: 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করার ফর্ম | Download |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 জহরলাল নেহেরু ইনস্টিটিউটে গ্রুপ-B কর্মী নিয়োগ
🎯 রেলে ৩৫ হাজার কর্মী নিয়োগের দারুন আপডেট
🎯 শুরু হলো ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প