পশ্চিমবঙ্গের মহিলা চাকরি প্রার্থীদের জন্য এক বিশাল বড় সুখবর। সম্প্রতি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে লেডি কাউন্সিলার ও স্টাফ নার্স পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে মহিলা প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরের লেডি কাউন্সিলর এবং স্টাফ নার্স পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আপনাদের সুবিধার্থে নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে।
আসুন আর বেশি সময় নষ্ট না করে এক এক করে জেনে নিই স্বাস্থ্য দপ্তরে লেডি কাউন্সিলর পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ সমস্ত তথ্য।
প্রথম নোটিশ নম্বরঃ 2209/DH & FWS/ III-25
দ্বিতীয় নোটিশ নম্বরঃ 2112/DH & FWS/I/A-6
নোটিশ প্রকাশের তারিখঃ 18.07.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ লেডি কাউন্সিলর (Lady Counsellors)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মনোবিজ্ঞান বা সমাজকর্ম কিংবা সমাজবিজ্ঞানে স্নাতক পাশ হতে হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। SC, ST শ্রেণিরা পাঁচ বছরের এবং OBC শ্রেণিরা তিন বছরের ছাড় পাবেন।
মোট শূন্যপদঃ 02 টি।
(2) পদের নামঃ স্টাফ নার্স (Staff Nurse)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং কিম্বা ANM নার্সিং পাশ করে থাকতে হবে এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এই পদের ক্ষেত্রেও SC, ST শ্রেণিরা পাঁচ বছরের এবং OBC শ্রেণিরা তিন বছরের ছাড় পাবেন।
মোট শূন্যপদঃ 17 টি।
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট purbabardhaman.nic.in এ আবেদন করতে হবে।
- সবার প্রথমেই নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- তারপরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- ভোটার কার্ড বা আধার কার্ড।
- ANM & GNM সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 18.07.2022 |
আবেদন শুরু | 18.07.2022 |
আবেদন শেষ | 22.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ অফিসিয়াল নোটিশ (1) Download
▶️ অফিসিয়াল নোটিশ (2) Download
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-