ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (IIT) ভুবনেশ্বর থেকে নন টিচিং গ্রুপ-C নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যেখানে টেকনিক্যাল স্টাফ সহ আরো পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে ৩১ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত পদ ভিত্তিক বেতন দেওয়া হবে।
ঠিক কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত হতে হবে এবং যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে জেনে নিন।
IIT Bhubaneswar Non Teaching Group C Recruitment
নোটিশ নম্বরঃ Rectt- VARCoE/ 01/Non-Teaching/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 18.03.2022
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) প্রোগ্রাম অফিসার (Program Manager)
(2) টেকনিক্যাল অফিসার (Technical Officer)
(3) টেকনিক্যাল স্টাফ (Technical Staff)
নিয়োগের বিস্তারিত তথ্য (Post Details)
(1) পদের নাম- প্রোগ্রাম অফিসার
বেতন- প্রতি মাসে 75,000 টাকা
বয়সসীমা- আবেদনকারী প্রার্থীর বয়স 50 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- B.Tech করা থাকতে হবে। MBA করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
শুন্যপদ- 1 টি
(2) পদের নাম- টেকনিক্যাল অফিসার
বেতন- প্রতি মাসে 50,000 টাকা
বয়সসীমা- আবেদনকারী প্রার্থীর বয়স 35 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- CSE/ECE/Mechanical Engineering-এ B.Tech/M.Tech করা থাকতে হবে। সেইসাথে দুই বছরের অভিজ্ঞতা।
শুন্যপদ- 1 টি
(3) পদের নাম- টেকনিক্যাল স্টাফ
বেতন- প্রতি মাসে 31,000 টাকা
বয়সসীমা- আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- CSE/ECE/Mechanical Engineering-এ B.Tech করা থাকতে হবে।
শুন্যপদ- 8 টি
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল (তিন বছর পর্যন্ত সময়ের জন্য নিয়োগ করা হবে)।
আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনে IIT ভুবনেশ্বর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা ১৮ মার্চ থেকে ৬ এপ্রিল তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 18.03.2022 |
আবেদন শুরু | 18.03.2022 |
আবেদন শেষ | 06.04.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update