IIT Bombay Internship Training 2024: IIT Bombay ২০২৪ সালের জন্য UI/UX ডিজাইন ইন্টার্ন পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করেছে। এখানে তারা সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেবে এবং ট্রেনিং চলাকালীন প্রার্থীদেরকে স্টাইপেন্ড প্রদান করবে। তাই যারা UI/UX ডিজাইন নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চান তাদের জন্য এই ইন্টার্নশিপ ট্রেনিংটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন কি কি দায়িত্ব পালন করতে হবে, কি কি যোগ্যতা লাগবে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়গুলি তুলে ধরা হল।
IIT Bombay সম্পর্কে
ভারতের অন্যতম প্রধান প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান IIT Bombay। এই শিক্ষা প্রতিষ্ঠান উচ্চশিক্ষার মনোনয়ন, গবেষণা এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করে থাকে। এখানে বিভিন্ন বিভাগের ৪ বছরের B.Tech ৪ বছরের B.Sc, ৫ বছরের M.Sc এবং ২ বা ৩ বছরের M.Tech কোর্সে ছাত্রছাত্রীদের ভর্তি করা হয় JEE Advanced এবং GATE পরীক্ষার মাধ্যমে।
এছাড়াও বিজ্ঞান প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত বিষয়ে একাধিক গবেষণা কর্মসূচিরও সুযোগ রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বর্তমানে এখানে ১৫ টি একাডেমিক বিভাগ, ২০টি কেন্দ্র, একটি স্কুল অফ এক্সেলেন্স এবং একটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম সহ চারটি মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করার জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল-
- পূর্ণ সময়ের জন্য ইন অফিস ট্রেনিং নিতে ইচ্ছুক থাকতে হবে,
- ২৩ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে যারা ইন্টার্নশিপ শুরু করতে পারবেন তারাই আবেদন করবেন,
- ২ মাসের জন্য প্রার্থীদের নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে হব,
- UI/UX ডিজাইন সম্পর্কে প্রয়োজনীয় দক্ষতা ও আগ্রহ থাকতে হবে।
ইন্টার্নদের দায়িত্ব ও ভূমিকা
এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নিতে হলে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বগুলি হল-
- মোবাইল এবং ওয়েব এপ্লিকেশনের জন্য সহজবোধ্য ইউজার ইন্টারফেস ডিজাইন তৈরি করতে হবে,
- Figma ব্যবহার করে ওয়্যারফ্রেম, প্রোটোটাইপ, মকআপ এবং ডিজাইন ফ্লো তৈরি করতে হবে,
- সোশ্যাল মিডিয়া পোস্টার এবং ব্র্যান্ডিং উপকরণের জন্য রিসোর্স তৈরি করতে হবে,
- আকর্ষণীয় গেম ইন্টারফেস তৈরি করতে হবে,
- ক্রস ফাংশনাল টিমের সাথে সহযোগিতা করে ডিজাইনগুলির প্রয়োগ করতে হবে,
- ব্যবহারকারীদের পরীক্ষা এবং পণ্যের গবেষণার মাধ্যমে UX উন্নত করতে হবে,
- বিভিন্ন ডিভাইসে উচ্চমানের অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রতিক্রিয়াশীল ডিজাইন তৈরি করতে হবে।
ইন্টার্নশিপের স্থান
যারা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি হবে ভারতের মুম্বাইতে।
ইন্টার্নশিপের মেয়াদ
এই ইন্টার্নশিপটির মেয়াদ আবে ২ মাস। ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে বিনামূল্যে স্টাইপেন্ড প্রদান করা হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
ইন্টার্নশিপ চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে ৫০০০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে এবং ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট এবং সুপারিশপত্র প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরির আবেদন করার ক্ষেত্রে কাজে লাগবে।
আরও আপডেটঃ শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৫০,০০০/- টাকা, আবেদন পদ্ধতি জানুন
আবেদন পদ্ধতি
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আপনারা সরাসরি সেই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপর “Apply Now” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আবেদনের শেষ তারিখ
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করার শেষ তারিখ ২৭ নভেম্বর, ২০২৪। তাই যারা UI/UX ডিজাইন নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চান তাদেরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
IIT Bombay Internship Training 2024: Apply Now