IIT তে গ্রুপ-A, B, C পদে চাকরি! ১৬ মে তারিখের মধ্যে আবেদন করতে হবে | IIT Panta Group A, B, C Recruitment

Siliguri Municipality SAE Recruitment 2023

IIT পাটনাতে নানান ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের সমস্ত যোগ্য ব্যক্তি এখানে আবেদন করতে পারবেন। গ্রুপ A, B, C এই তিন ধরণের পদে এখানে নিয়োগ করা হবে। কোন পোস্টে নিয়োগ হবে, কিভাবে আবেদন করতে হবে, পদ অনুযায়ী শূন্যপদ এবং বাকি সমস্ত তথ্য আজ জানতে পারবেন। 

নোটিশ নং – IITP/RECT/NT/01/2023/

নোটিশ প্রকাশ – 20/04/2023

পদগুলির নাম এবং শূন্যপদ

(1) ডেপুটি রেজিস্ট্রার / Deputy Registrar

শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

(2) সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার / Superintending Engineer

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(3) ডেপুটি লাইব্রেরিয়ান / ডেপুটি লাইব্রেরিয়ান

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(4) টেকনিক্যাল অফিসার / Technical Officer

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

(5) মেডিকেল অফিসার / Medical Officer

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

(6) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার / Assistant Registrar

শূন্যপদ – এখানে 5 টি শূন্যপদ রয়েছে।

(7) জুনিয়র ইঞ্জিনিয়ার / Junior Engineer

শূন্যপদ – এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(8) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট / Junior Technical Superintendent

শূন্যপদ – এখানে 17 টি শূন্যপদ রয়েছে।

(9) ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর / Physical Training Instructor

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(10) সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট / Senior Library Information Assistant

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(11) জুনিয়র সুপারিনটেনডেন্ট / Junior Superintendent

শূন্যপদ – এখানে 7 টি শূন্যপদ রয়েছে।

(12) জুনিয়র অ্যাকাউন্টটেন্ট / Junior Accountant

শূন্যপদ – এখানে 8 টি শূন্যপদ রয়েছে।

(13) জুনিয়র মেকানিক/জুনিয়র টেকনিশিয়ান / Junior Mechanic/ Junior Technician

শূন্যপদ – এখানে 27 টি শূন্যপদ রয়েছে।

(14) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট / Junior Assistant

শূন্যপদ – এখানে 14 টি শূন্যপদ রয়েছে।

(15) জুনিয়র অ্যাটেন্ডেন্ট / Junior Attendant

শূন্যপদ – এখানে 14 টি শূন্যপদ রয়েছে।

(16) পাবলিক রিলেশন অফিসার

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে মোট 16 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 50 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।

বেতন এর পরিমান

পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন লেভেল 1 থেকে সর্বোচ্চ লেভেল 12 পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের https://staffrect.iitp.ac.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনকারীদের সুবিধার জন্য আমরা আবেদন করার ডাইরেক্ট লিঙ্ক নিচে দিয়েছি। ওই লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন শুরু করতে পারবেন। 

অনলাইন আবেদন ফি

Gen, OBC, EWS দের জন্য আবেদন মূল্য নিম্নরূপ-

  • পদ 01, 02, 03, 04, 05, 06 & 16 – 1500 টাকা,
  • পদ 07, 08, 09,10 & 11 – 1000 টাকা,
  • পদ 12, 13, 14 & 15 – 500 টাকা। 

অন্যান্য সংরক্ষিত শ্রেনির প্রার্থীদের আবেদন মূল্যে ছাড় দেওয়া হয়েছে।

আবেদনের সময়সীমা

আবেদন শেষ হবে – 15-May-2023 অর্থাৎ ১৫ মে ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleপশ্চিমবঙ্গের পৌরসভায় SAE পদে চাকরি, 16 হাজার 500 টাকা মাসিক বেতন | Siliguri Municipality SAE Recruitment 2023
Next articleসামাজিক ন্যায় বিচার দফতরে চাকরি! পদের নাম, মাসিক বেতন, আবেদন প্রক্রিয়া দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here