ভারতীয় নৌবাহিনীতে শর্ট সার্ভিস কমিশন (SSC) এর জন্য অনেকগুলো শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নৌসেনার তরফে। প্রার্থীদের 2024 সালের জানুয়ারি মাসে চাকরিতে নিয়োগ করা হবে। কোন কোন বিভাগের পদে নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা, আবেদন প্রক্রিয়া এবং নিয়োগের বাকি সমস্ত তথ্য ভালো করে জেনে ও বুঝে নিন।
1. জেনারেল সার্ভিস / General Service
শূন্যপদ – 50 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – যে কোনো শাখাতে BE/B.Tech ডিগ্রি থাকতে হবে এবং 60% নম্বর পেতে হবে।
2. এয়ার ট্রাফিক কন্ট্রোলার / Air Traffic Controller
শূন্যপদ – এখানে 10 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – যে কোনো শাখাতে BE/B.Tech ডিগ্রি থাকতে হবে এবং 60% নম্বর পেতে হবে।
3. নেভাল এয়ার অপারেশন অফিসার / Naval Air Operations Officer
শূন্যপদ – এখানে 20 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – যে কোনো শাখাতে BE/B.Tech ডিগ্রি থাকতে হবে এবং 60% নম্বর পেতে হবে।
4. পাইলট / Pilot
শূন্যপদ – এখানে 25 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – যে কোনো শাখাতে BE/B.Tech ডিগ্রি থাকতে হবে এবং 60% নম্বর পেতে হবে।
5. লজিস্টিক / Logistics
শূন্যপদ – এখানে 30 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – যে কোনো শাখাতে BE/B.Tech ডিগ্রি থাকতে হবে,
অথবা, MBA করে থাকতে হবে,
অথবা, MCA / M.Sc (IT) করে থাকতে হবে।
6. ইন্সপেক্টর ক্যাডার / Naval Armament Inspectorate Cadre
শূন্যপদ – এখানে 15 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – প্রার্থীদের Mechanical / Mechanical with Automation / Electrical / Electrical & Electronics / Electronics / Micro Electronics / Instrumentation / Electronics & Communication / Electronics & Tele Communication /Instrumentation & Control / Control Engineering / Production / Industrial Production / Industrial Engineering / Applied Electronics & Instrumentation/ Electronics & Instrumentation / Information Technology / Computer Science / Computer Engineering / Computer Application / Metallurgy/ Metallurgical / Chemical/ Material Science / Aero Space / Aeronautical Engineering – এর মধ্যে যে কোনো একটি শাখাতে BE/B.Tech ডিগ্রি থাকতে হবে।
7. এডুকেশন / Education
শূন্যপদ – এখানে 12 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – প্রার্থীদের অঙ্ক বা ফিজিক্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
8. ইঞ্জিনিয়ারিং ব্র্যাঞ্চ / Engineering Branch
শূন্যপদ – 80 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – যে কোনো শাখাতে BE/B.Tech ডিগ্রি থাকতে হবে এবং 60% নম্বর পেতে হবে।
বয়সসীমা – আবেদন করার জন্য প্রার্থীদের 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে।
বেতনক্রম – প্রার্থীদের মাসিক 56,100 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
SSB/CPSS/Aviation Medical Examination এর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন করার প্রক্রিয়া
অনলাইনে আবেদন করার জন্য www.joinindiannavy.gov.in এই
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদনের সময়সীমা
14/06/2023 তারিখের মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- ব্রডকাস্টিং লিমিটেডে গ্রুপ-সি বিভিন্ন পদে চাকরি
- বিএড পাশেদের জন্য প্রাইমারি পর্ষদের বিজ্ঞপ্তি জারি
- কল্যানী AIIMS-এ অ্যাসিস্ট্যান্ট ও ফিল্ড ওয়ার্কার নিয়োগ