রাজ্যে স্থায়ী গ্রুপ-C, গ্রুপ-D চাকরি- জেলা আদালতে বিভিন্ন পদে নিয়োগ

Judgeship of Jhargram Group C Group D Recruitment

পশ্চিমবঙ্গের একটি জেলার কোর্টে গ্রুপ-B, গ্রুপ-C এবং গ্রুপ-D বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এই চাকরির জন্য শুন্যপদ থাকায় একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ঝাড়গ্রাম জেলা কোর্টে।

ঝাড়্গ্রামে নিয়োগ করা হলেও পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছেলে-মেয়ে সকল চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবে। আপনি যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আবেদন করার আগে চাকরির বিভিন্ন পদগুলি এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Judgeship of Jhargram Group C Group D Recruitment

নোটিশ নম্বরঃ  02/RC-21

নোটিশ প্রকাশের তারিখঃ  19.05.2022

আবেদনের মাধ্যমঃ  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ

(1) ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ-B)

(2) লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-C)

(3) প্রসেস সার্ভার (গ্রুপ-C)

(4) পিওন/ নাইট গার্ড (গ্রুপ-D)

(5) সুইপার- কর্মবন্ধু (গ্রুপ-D)

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নাম- ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ-B)

বেতন- পে লেভেল 10 অনুযায়ী প্রতি মাসে 32,100 থেকে 82,900 টাকা।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। সেইসাথে শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০ টি শব্দ এবং কম্পিউটারে প্রতি মিনিতে ৩০ টি শব্দ টাইপ করতে পারতে হবে।

বয়সসীমাঃ  01.07.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18-39 বছরের মধ্যে থাকতে হবে।

শুন্যপদ- 1 টি

(2) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-C)

বেতন- পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 22,700 থেকে 58,500 টাকা।

বয়সসীমাঃ  01.07.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে। যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। সেইসাথে কম্পিউটার চালানোর এবং টাইপিং করার দক্ষতা থাকতে হবে।

শুন্যপদ- 2 টি

(3) পদের নাম- প্রসেস সার্ভার (গ্রুপ-C)

বেতন- পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 21,000 থেকে 54,000 টাকা।

বয়সসীমাঃ  01.07.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেনি পাশ করতে হবে এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।

শুন্যপদ- 1 টি

(4) পদের নাম- পিওন/ নাইট গার্ড (গ্রুপ-D)

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 17,000 থেকে 43,600 টাকা।

বয়সসীমাঃ  01.07.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেনি পাশ করতে হবে এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।

শুন্যপদ- 28 টি

(5) পদের নাম- সুইপার- কর্মবন্ধু (গ্রুপ-D)

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 17,000 থেকে 43,600 টাকা।

বয়সসীমাঃ  01.07.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- বাংলা ভাষায় লিখতে এবং পড়তে পারলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

শুন্যপদ- 3 টি

নিয়োগ প্রক্রিয়াঃ 

লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউ ইত্যাদির মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকে ক্লিক করে এক্ষুনি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। অফিসিয়াল নোটিশের দুই নম্বর পেজে পদ ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত জানানো হয়েছে।

আবেদন ফিঃ
পদের নাম  UR/OBC-A/OBC-B and
Others
SC / ST/
PWD
1. ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ-B) 800 টাকা 600 টাকা
2. লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-C) 700 টাকা 500 টাকা
3. প্রসেস সার্ভার (গ্রুপ-C) 700 টাকা 500 টাকা
4. পিওন/ নাইট গার্ড, সুইপার  600 টাকা 400 টাকা
আবেদন প্রক্রিয়াঃ

শুধুমাত্র অনলাইনের মাধ্যমে www.jhargramexam.com/index এই ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। আবেদন করার লিংকে ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে New Registration এবং Application Login দুটি অপশন দেখা যাবে।

প্রথমে New Registration লেখার উপর ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় দরকারি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এরপর Application Login করতে হবে এবং সবশেষে আবেদন ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশন কনফার্ম করতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  19.05.2022
আবেদন শুরু  21.05.2022
আবেদন শেষ 10.06.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-