চাকরিপ্রার্থীদের জন্য আবারো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-C, গ্রুপ-D জুনিয়র পিওন সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জুনিয়র পিওন সহ আরো অন্যান্য পদে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়প্রার্থীর আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
আজকের এই চাকরির আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো। প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকুন।
নোটিশ নম্বরঃ PU/2022/2/NT/GEN/04
নোটিশ প্রকাশের তারিখঃ 20.07.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ জুনিয়র পিওন (Junior Peon)
বেতনঃ উক্ত পদের জন্য পে লেভেল 1 অনুযায়ী প্রতিমাসে 18,500 থেকে 47,600 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সঙ্গে ইংরেজিতে লিখতে ও পড়তে জানতে হবে। সংশ্লিষ্ট দপ্তরে অন্ততপক্ষে 1 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 15 টি।
(2) পদের নামঃ জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট (Junior Library Assistant)
বেতনঃ উক্ত পদের জন্য পে লেভেল 8 অনুযায়ী প্রতিমাসে 35,800 থেকে 92,100 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সায়েন্সে ডিগ্রী কোর্স অথবা ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে। সংশ্লিষ্ট দপ্তরে অন্ততপক্ষে 1 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 23 টি।
(3) পদের নামঃ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড – II (Technical Assistant Grade – II)
বেতনঃ উক্ত পদের জন্য পে লেভেল 8 অনুযায়ী প্রতিমাসে 35,800 থেকে 92,100 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে B.Sc ইঞ্জিনিয়ারিং কিংবা BCA পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটার সাইন্সে M.Sc বা MCA করা থাকলে অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট দপ্তরে অন্ততপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 04 টি।
(4) পদের নামঃ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)
বেতনঃ উক্ত পদের জন্য পে লেভেল 5 অনুযায়ী প্রতিমাসে 27,500 থেকে 70,600 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও প্রার্থী যদি ব্যাচেলর ডিগ্রী পাশ করে থাকে তাহলে সে ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সংশ্লিষ্ট দপ্তরে অন্ততপক্ষে 1 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 23 টি।
বয়সসীমাঃ
উপরিউক্ত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। SC, ST, OBC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতিঃ
- নাম শর্ট লিস্টেড।
- ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট www.presiuniv.ac.in এ আবেদন করতে হবে।
- সবার প্রথমেই নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
- তারপরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- ভোটার কার্ড বা আধার কার্ড।
- অভিজ্ঞতা প্রমাণপত্র।
- কম্পিউটার সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 20.07.2022 |
আবেদন শুরু | 20.07.2022 |
আবেদন শেষ | 04.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-