পশ্চিমবঙ্গের কল্যাণী এইমস (AIIMS)-এ নির্দিষ্ট পদের জন্য বেশ কয়েকটি শূন্যপদ থাকায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীদের আবেদন জানানোর কথা বলা হয়েছে। আপনিও যদি এই চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে বিস্তারিত জেনে রাখুন।
কল্যাণী এইমসে এই নিয়োগের ক্ষেত্রে সব থেকে ভালো দিক হচ্ছে, আবেদন করার জন্য কোথাও কোন লাইন দিতে হবে না। এমনকি অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। কেননা চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউ নিয়ে উক্ত পদে নিয়োগ করানো হবে।
সময় নষ্ট না করে এবার আমরা সরাসরি কোন পদে নিয়োগ করা হবে, কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ইত্যাদি নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি এক এক করে জেনে নেব।
Kalyani AIIMS Senior Resident Recruitment 2022
নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: 2445 /E-12015/5/22-(SR/T/JR
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 06.12.2022
আবেদনের মাধ্যম: অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
পদের নাম:
সিনিয়র রেসিডেন্ট (Senior Resident)
যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে:
- Anaesthesia
- Cardiology
- Cardiothoracic and Vascular Surgery
- Gastroenterology
- Nephrology
- Neurosurgery
- Physical Medicine and Rehabilitation
- ENT
- Radiology
- Urology
মাসিক বেতন:
প্রতিমাসে 15,600 থেকে 39,100 টাকা, সেইসঙ্গে 6,600 টাকার গ্রেড পে।
বয়সসীমা:
উক্ত পদের চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ৪৫ বছরের কম থাকতে হবে।
বয়সের ছাড়:
বয়সের ক্ষেত্রে SC,ST শ্রেণীরা পাঁচ বছরের, OBC শ্রেণীরা তিন বছরের এবং PwD (OPH) শ্রেণীর প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা:
পোস্ট গ্রাজুয়েশন মেডিকেল ডিগ্রী (MD/MS/MS/DNB) থাকতে হবে।
শূন্যপদ:
সিনিয়র রেসিডেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে মোট ১২ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে উক্ত পদে নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
ইন্টারভিউ এর তারিখ: 17.12.2022
ইন্টারভিউ এর স্থান: Administrative Building, 1st, Floor, Committee Room of AIIMS, Kalyani, Pin- 741245.
আবেদন প্রক্রিয়া:
(1) এই চাকরির জন্য আবেদন করতে আগে থেকে কোথাও আবেদনপত্র পাঠানোর অথবা অনলাইনে আবেদন করার দরকার নেই।
(2) ইন্টারভিউ এর দিন একটি আবেদন পত্র ফিলাপ করে হাজির হতে হবে।
(3) ওই আবেদন পত্রটি অফিসিয়াল বিজ্ঞপ্তির ৬ নম্বর পেজে দেওয়া রয়েছে।
(4) তাই আবেদনকারীকে প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তাতে থাকা আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হবে।
(5) আবেদনপত্র প্রিন্ট করার পর সেটি দরকারি তথ্য দিয়ে সঠিক ভাবে ফিলাপ করে তার সঙ্গে দরকারি ডকুমেন্টস গুলি জুড়ে দিতে হবে।
(6) আবেদনপত্র, জেরক্স ডকুমেন্টস এবং অরিজিনাল ডকুমেন্টগুলি নিয়ে ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে।
আবেদন ফি:
- UR, OBC, EWS শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে 1000 টাকা আবেদন ফি জমা করতে হবে।
- SC, ST শ্রেণীর আবেদনকারীদের জন্য কোন আবেদন ফি লাগবে না।
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে ফুড সেফটি বিভাগে চাকরি
🎯 পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিভাগে চাকরি
🎯 ৮ হাজার জনের চাকরি বাতিল শুধুমাত্র সময়ের অপেক্ষা