Kalyani University Recruitment: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চাকরির নোটিশ, কোন পদে কারা আবেদন করতে পারবে- দেখে নিন

Kalyani University Assistant Professor Recruitment 2022

পশ্চিমবঙ্গের অন্তর্গত কল্যাণী বিশ্ববিদ্যালয় (Kalyani University) এর তরফ থেকে বিভিন্ন বিষয়ের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মীদের নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকে নারী ও পুরুষ সকল ইচ্ছুক প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। সবাইকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, বেতন কত দেওয়া হবে, শূন্য পদের সংখ্যা কটি, বয়সসীমা কত এবং বিস্তারিত আবেদন পদ্ধতি নিম্নলিখিত প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

Kalyani University Assistant Professor Recruitment 2022

Kalyani University Assistant Professor Recruitment 2022

নোটিশ নম্বরঃ Rect./Teach./ 01/2022

নোটিশ প্রকাশের তারিখঃ 12.10.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ প্রফেসর (Professor)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে Ph.D পাশ করে থাকতে হবে। এছাড়াও UGC এর সাথে অন্তর্ভুক্ত হতে হবে এবং 10 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 3 টি।

(2) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor)

শিক্ষাগত যোগ্যতাঃ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে Ph.D পাশ করে থাকতে হবে। এছাড়াও UGC এর সাথে অন্তর্ভুক্ত হতে হবে এবং 8 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 3 টি।

(3) পদের নামঃ অ্যাসোসিয়েট প্রফেসর (Professor)

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার্স পাশ করে থাকতে হবে। এছাড়াও UGC বা CSIR NET পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 5 টি।

বয়সসীমাঃ

প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরে বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতিঃ

কল্যাণী বিশ্ববিদ্যালয় এর এই সমস্ত পদ্গুলির জন্য আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।

নিচে দেওয়া আবেদন করার লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম, মোবাইল নম্বর এবং বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। 

রেজিস্ট্রেশনের পরে লগইন করে আবেদন পত্রটি পূরণ করতে হবে।

আবেদন পত্র পূরণ করার সময় প্রয়োজনীয় সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

সবশেষে নির্দিষ্ট কাস্ট অনুযায়ী 250 থেকে 2000 পর্যন্ত আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন ফিঃ

প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য জেনারেল ও OBC প্রার্থীদের 2000 টাকা এবং SC/ST প্রার্থীদের 500 টাকা জমা দিতে হবে।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য জেনারেল ও OBC প্রার্থীদের জন্য 1000 টাকা এবং SC/ST প্রার্থীদের জন্য 250 টাকা ধার্য করা হয়েছে। 

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 12.10.2022
আবেদন শুরু 12.10.2022
আবেদন শেষ 11.11.2022

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন- Click Here

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 কোচিন শিপইয়ার্ড লিমিটেডে বিনামূল্যে প্রশিক্ষণ

🎯 রাজ্যে ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি

🎯 রাজ্যে ৮ পাশে এবং উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ-সি, গ্রুপ-ডি কর্মী নিয়োগ

Previous articleরাজ্যে প্রাইমারি টেটে জেনারেলদের জন্য বরাদ্দ মাত্র ৩,১৪১ টি পদ- শিক্ষকরাও পাচ্ছে পরীক্ষায় বসার সুযোগ
Next articleটেট পরীক্ষার জন্য চাকরিরত শিক্ষকরাও আবেদন করছে! নতুনদের জন্য আর এক সমস্যা, কি বলছে পর্ষদ?