প্রতিদিনকার মতো আজকেও নতুন চাকরির আপডেট নিয়ে উপস্থিত হলাম। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে ডাটা ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রাজ্যের যেকোনো জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
নোটিশ নম্বরঃ 445(8)/Kanyashree/CS-Kly
নোটিশ প্রকাশের তারিখঃ 11.07.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
ডাটা ম্যানেজার (Data Manager)
বেতনঃ
উক্ত পদের জন্য বেতন হিসেবে প্রতি মাসে 11,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ
01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ
01 টি।
আবেদন পদ্ধতিঃ
- উক্ত পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট nadia.gov.in এ গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
- এরপর আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি যোগ করতে হবে।
- সবশেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- বয়সের প্রমাণপত্র।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Room no.- 228, Office of the Sub Division Officer, Kalyani.
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 11.07.2022 |
আবেদন শুরু | 11.07.2022 |
আবেদন শেষ | 03.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-