রাজ্যের কলকাতা জেলার মিউনিসিপ্যালিটিতে MO পদে নিয়োগ করা হবে। এখানে নিয়োগটি চুক্তিভিত্তিক হতে চলেছে। আলাদা করে প্রার্থীদের এখানে আবেদন করতে হবে না, ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। চাকরির শর্তাবলী, আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
মেডিকেল অফিসার / Medical Officers- MO
শূন্যপদ
এখানে মোট 26 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
MBBS ডিগ্রি এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে এক বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে।
বয়সসীমা
সর্বোচ্চ 67 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
নির্বাচিত প্রার্থীদের মাসিক 60,000 টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের এখানে আলাদা করে আবেদন করতে হবে না। নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের শেষ পাতাতে আবেদন পত্রটি রয়েছে। সেটি ফিলাপ করে নিয়ে, বায়োডেটা, সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে ইচ্ছুক প্রার্থীদের।
ইন্টারভিউয়ের তারিখ এবং সময়
29/08/2023 , সকাল 11.30 টার সময়।
ইন্টারভিউয়ের স্থান
Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5,S.N.Banerjee Road, Kolkata-700013.
প্রয়োজনীয় নথি
1. পাসপোর্ট সাইজের ছবি
2. মাধ্যমিকের অ্যাডমিট
3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, রেজিস্ট্রেশন কার্ড
4. ঠিকানার প্রমাণ
5. কাস্ট সার্টিফিকেট
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যে WTL তে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 UBKV তে অ্যাসিস্টেন্ট পদে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে অ্যাকাউন্টেন্ট পদে চাকরি
👉 রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে অনেকগুলি শূন্যপদে চাকরি
👉 ফুড SI এর কাজ কি কি? মাসিক বেতন কত, ট্রেনিং, প্রমোশন কিভাবে হয় জানুন
👉 WTL এ কোনোরকম পরীক্ষা ছাড়াই নিয়োগ, মাসিক বেতন 75 হাজার টাকা