BECIL অর্থাৎ Broadcast Engineering Consultants India Limited থেকে চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগটি করা হবে কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে (CNCI)। এই চাকরির জন্য প্রতি মাসে 24 হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
লিখিত কোন পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউ (Walk-in Interview) এর মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করার কথা ভাবেন তাহলে আগে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন, আবেদন প্রক্রিয়া সহ নিয়োগের বিস্তারিত বিষয়ে জেনে নিন।
Kolkata CNCI Recruitment 2022
কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে নিয়োগের বিস্তারিত তথ্য (CNCI Recruitment Details)
নিয়োগের নোটিশ নম্বর: BECIL/MR-Project/1/CNCI/Advt.2022/237
নোটিশ প্রকাশের তারিখ: 15.12.2022
(1) পদের নাম: জুনিয়র ল্যাব টেকনোলজিস্ট- হেমাটোলজি (Junior Lab Technologist- Hematology)
মাসিক বেতন: প্রতিমাসে 24 হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি (DMLT) করা থাকতে হবে। সেই সাথে হেমাটোলজিতে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ: 1 টি
(2) পদের নাম: জুনিয়র ল্যাব টেকনোলজিস্ট- মাইক্রো বায়োলজি (Junior Lab Technologist- Microbiology)
মাসিক বেতন: প্রতিমাসে 24 হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি (DMLT) করা থাকতে হবে। সেই সাথে মাইক্রোবায়োলজিতে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ: 1 টি
বয়সসীমা: উভয় পদের জন্য আবেদনকারীর বয়স 18 বছরের বেশি থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত কোন পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ (Walk-in Interview) এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ: 30.12.2022
ইন্টারভিউ এর সময়: সকাল 10:30 থেকে ইন্টারভিউ শুরু হবে।
ইন্টারভিউ এর স্থান: Chittaranjan National Cancer Institute (CNCI) Kolkata, Street No.299, DJ Block, Action Area-1, Newtown, Kolkata-700156
ইন্টারভিউ এর জন্য আবেদন প্রক্রিয়া:
(1) যে সমস্ত চাকরি প্রার্থীরা উক্ত চাকরির জন্য ইন্টারভিউ দিতে চান তাদেরকে একটি ফর্ম ফিলাপ করে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে।
(2) ইন্টারভিউ এর জন্য আবেদন করার ফর্মটি অফিসিয়াল বিজ্ঞপ্তির দুই নম্বর পেজে দেওয়া রয়েছে।
(3) নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ওই ফর্মটি প্রিন্ট করে নিতে পারবেন।
(4) আবেদন করার ফর্ম প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে এবং ঐ ফর্ম এর সাথে দরকারি বেশ কিছু ডকুমেন্টস গুলি ইন্টারভিউ এর দিন নিয়ে যেতে হবে।
যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে:
(1) Educational / Professional Certificates
(2) Birth Certificate c) Caste Certificate, if any.
(3) Work Experience Certificates
(4) PAN Card
(5) Aadhar Card
(6) Copy of EPF/ESIC Card (if already have)
(7) Police Verification (at the time of joining)
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে গ্রুপ-C ক্লার্ক এবং MTS পদে চাকরি
🎯 ১,৬৯৮ জনের গ্রুপ-ডি চাকরি বাতিল হতে চলেছে