কোলকাতা পুলিশের মাধ্যমে কলকাতার মিনি প্যাথলজিকাল ল্যাবরেটরি থেকে একাধিক গ্রুপ সি (Group-C) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে পুরুষ ও মহিলা সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
কি কি পদে নিয়োগ করা হচ্ছে, কোন পদে কত বেতন দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত থাকতে হবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি সমস্ত বিবরণ জানতে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন। তারপরে চাইলে আবেদন করুন।
Kolkata Police Pathological Group C Recruitment
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ প্যাথলজিস্ট (Pathologist)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 50,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান প্যাথলজি বিষয়ে M.D পাশ করে থাকতে হবে। এছাড়াও 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1
(2) পদের নামঃ কেমিস্ট (Chemist)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 40,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে M.Phil/Ph.D সহ কেমিস্ট্রি বা সাইকোলজি বা বায়োকেমিস্ট্রি বিষয়ে M.Sc পাশ করে থাকতে হবে। এছাড়াও 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 2
(3) পদের নামঃ এক্স রে টেকনিশিয়ান (X Ray Technician)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 20,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং রেডিওলজি টেকনোলজি বিষয়ে 2 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়াও 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1
(4) পদের নামঃ ল্যাব টেকনিশিয়ান (Lab Technician)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 20,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে 2 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়াও 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 3
(5) পদের নামঃ ল্যাব অ্যাটেনডেন্ট (Lab Attendant)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 15,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1
বয়সসীমাঃ
উপরের সমস্ত পদের জন্য 01.07.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরে বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতিঃ
এখানে কোলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইনের দ্বারা আবেদন করতে হবে।
সবার প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এরপরে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় আবেদনকারী কে নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে।
রেজিস্ট্রেশনের পর তৈরি করা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
লগইন করে আবেদন পত্রটিকে পূরণ করতে হবে। আবেদন পত্র পূরণ করার সময় প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করে নিতে হবে। সবশেষে পুরন করা তথ্যগুলি ভালো করে মিলিয়ে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন শেষ – 04.11.2022
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপে জয়েন হোন- Click Here
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 হিন্দুস্তান কপার লিমিটেডে নিয়োগ 2022