কলকাতা পুলিশের তরফ থেকে নতুন করে সাব ইন্সপেক্টর (SI) এবং সার্জেন্ট পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশে নতুন নিয়োগের অপেক্ষায় ছিল তাদের জন্য এটি সুখবর। পুরুষ এবং মহিলা সকলের জন্যই ভ্যাকান্সি রয়েছে।
এই সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদের জন্য ঠিক কত শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদন ফি কত লাগবে এবং অনলাইনে কিভাবে আবেদন করতে হবে তা আমরা বিস্তারিত নিচে পরপর জানিয়েছি।
Kolkata Police SI and Sergeant Recruitment Notice 2023
কলকাতা পুলিশে যে সমস্ত পদে নিয়োগ হবে
(1) সাব ইন্সপেক্টর (Sub Inspector- SI)
(2) সার্জেন্ট (Sergeant)
মাসিক বেতনের পরিমাণ
পে লেভেল ১০ অনুযায়ী প্রতি মাসে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকার মধ্যে মাসিক বেতন দেওয়া হবে।
বয়স সীমা
উভয় পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীর বয়স 20 থেকে 27 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসাব করা হবে 01/01/2023 তারিখ অনুযায়ী।
পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণি অর্থাৎ SC, ST-রা 5 বছরের এবং OBC-রা 3 বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা
সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। সেইসঙ্গে বাংলা ভাষাতে ভালোভাবে লিখতে এবং পড়তে পারতে হবে।
শূন্যপদ
- সাব ইন্সপেক্টর (পুরুষ)- 156 টি
- সাব ইন্সপেক্টর (মহিলা) 9 টি
- সার্জেন্ট- 4 টি
সব মিলিয়ে মোট 169 টি শূন্যপদে এই নিয়োগ হবে।
নিয়োগ প্রক্রিয়া
মোট চারটি ধাপে কলকাতা পুলিশের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, এগুলি হল নিম্নরূপ-
(1) শারীরিক মাপের পরীক্ষা
(2) শারীরিক দক্ষতার পরীক্ষা
(3) লিখিত পরীক্ষা (প্রিলি এবং মেন)
(4) ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট
আবেদন প্রক্রিয়া
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে ইচ্ছুক এবং যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করার আগে চাকরিপ্রার্থীকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। যদি আগে থেকে অন্য কোন চাকরির জন্য রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এটি করা দরকার নেই।
রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আবেদনকারীকে লগইন করতে হবে। লগ ইন করার পর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার, ইমেল আইডি সহ দরকারী সমস্ত তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। সবশেষে আবেদন ফি প্রযোজ্য হলে তা অনলাইনে জমা করে অনলাইন এপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে।
অনলাইন আবেদন ফি
- SC, ST শ্রেণীর আবেদনকারীদের জন্য 20 টাকা।
- SC, ST বাদে অন্য সমস্ত শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 270 টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ গুলি
- নোটিশ প্রকাশ- 25/08/2023
- আবেদন শুরু- 29/08/2023
- আবেদন শেষ- 18/09/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন : Apply Now (Start- 29/08/2023)
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ফুড SI এর কাজ কি কি? মাসিক বেতন কত?
👉 রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩
👉 WBP জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩
👉 জেল পুলিশের কাজ কি? সব কিছু জেনে নিন
👉 রাজ্যে WTL তে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি