কলকাতা ট্রপিকাল মেডিসিনের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের অধীনে এই নিয়োগটি করা হবে।
রাজ্যের যে কোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে উভয় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। সব থেকে বড় বিষয় হলো এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Kolkata Tropical Medicine এর এই চাকরির জন্য আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মাসিক কত দেওয়া হবে বেতন, বয়সসীমা কত থাকোতে হবে, শূন্যপদ কয়টি রয়েছে, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে থেকে এক এক করে জেনে নিন।
Kolkata Tropical Medicine Recruitment
নোটিশ নম্বরঃ STM/DT/309/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 05.08.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
GNM পদে নিয়োগ করা হবে।
বেতনঃ
উক্ত পদের জন্য প্রতি মাসে 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ
আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
মোট 2 টি শুন্যপদ রয়েছে।
নিয়োগ পদ্ধতিঃ
এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না।
ইন্টারভিউয়ের তারিখ 20.08.2022
ইন্টারভিউয়ের সময় 01.00 PM
ইন্টারভিউয়ের ঠিকানাঃ
Calcutta School of Tropical Medicine, 108 Chittaranjan Avenue, Kolkata – 700073.
নিয়োগ স্থানঃ
ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই নিয়োগটি করা হবে।
আবেদন পদ্ধতিঃ
উক্ত পদের জন্য কোনোরকম আবেদন করতে হবে না।
একটি সাদা কাগজে নিজের বায়োডাটা বানিয়ে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যেমন বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তার প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউয়ের দিন সঠিক সময়ের মধ্যে উপস্থিত হতে হবে।
বিঃদ্রঃ ইন্টারভিউয়ের দিন সমস্ত অরিজিনাল নথিপত্র নিয়ে যেতে একদম ভুলবেন না।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যের ডি.এল.এড কলেজে স্টাফ নিয়োগ
- SSC তে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি
- শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই যাদবপুর ইউনিভার্সিটিতে গ্রুপ-D চাকরি