সম্প্রতি লাইট ভেহিকেল ড্রাইভার বা LVD পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL)। LVD পদে ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল প্রার্থীরা আবেদন করতে পারবে।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন,আবেদন ফি, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো।
নোটিশ নম্বরঃ 10/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 04.06.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ লাইট ভেহিকেল ড্রাইভার (Light Vehicle Driver- LVD)
বেতনঃ এই পদে প্রার্থীদের প্রতিমাসে 18500 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ লাইট ভেহিকেল ড্রাইভার পদে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। SC/ST/OBC প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ এখানে মোট 04 টি শুন্যপদ রয়েছে।
নিয়োগ পদ্ধতিঃ লাইট ভেহিকেল ড্রাইভার পদের জন্য প্রার্থীদের দুটি পর্যায়ে নির্বাচন করা হবে।
- লিখিত পরীক্ষা।
- স্কিল টেস্ট।
আবেদন পদ্ধতি
- লাইট ভেহিকেল ড্রাইভার পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিংক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নাম দিয়ে রেজিস্টার করতে হবে।
- এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে।
- উল্লেখিত নথিপত্র গুলো আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের ফি
লাইট ভেহিকেল ড্রাইভার পদে আবেদনের জন্য 500 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- সেল্ফ অ্যাটেস্টেড জন্ম প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
- ড্রাইভিং লাইসেন্স এর প্রমানপত্র।
- কাস্ট সার্টিফিকেট।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 04.06.2022 |
আবেদন শুরু | 04.06.2022 |
আবেদন শেষ | 25.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-