MobiKwik Internship Training 2024: মোবিকুইক (MobiKwik) সংস্থার তরফ থেকে ২০২৪ সালের জন্য “বিজনেস ডেভেলপমেন্ট ইন্টার্ন” পদে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে। এখানে আগ্রহী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রদান করা হবে।
তাই যদি আপনার ব্যবসায়িক যোগাযোগ দক্ষতা থাকে এবং আপনি একটি বড় মাপের মোবাইল পেমেন্ট নেটওয়ার্কের অংশ হতে চান তাহলে এই ইন্টার্নশিপ ট্রেনিংটি আপনার জন্য দারুণ সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ ট্রেনিং সম্পর্কিত বিস্তারিত বিবরণ, যেমন- কারা আবেদন করতে পারবেন, কি কি দায়িত্ব পালন করতে হবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কোথায় এই ট্রেনিংটি হবে ইত্যাদি সমস্ত তথ্য তুলে ধরা হল।
মোবিকুইক (MobiKwik) সম্পর্কে
মোবিকুইক (MobiKwik) সংস্থা হল ভারতের বৃহত্তম একটি মোবাইল পেমেন্ট নেটওয়ার্ক। ৩ মিলিয়নের বেশি ব্যবসায়ী এবং ১০৭ মিলিয়ন গ্রাহক এই প্লাটফর্ম ব্যবহার করে। মোবিকুইকের মাধ্যমে ব্যবহারকারীরা ই-কমার্স, এম কমার্স, অ্যাপ্লিকেশন, টেলিকম এবং বিল পেমেন্ট ইত্যাদি করতে পারেন।
এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই IRCTC, Uber, OYO Rooms, Zomato, Big Basket, Domino’s, এবং MakeMyTrip-এর মতো কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্বে রয়েছে। আমেরিকান এক্সপ্রেস, সিকোইয়া ক্যাপিটাল সংস্থাগুলি মোবিকুইকে ৩০ মিলিয়ন ডলারের বেশি অর্থ বিনিয়োগ করেছে। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্য ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপে শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন যারা-
- পূর্ণকালীন অফিসে থেকে ইন্টার্নশিপ করতে পারবেন,
- ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে পারবেন,
- তিন মাসের জন্য নিরবিচ্ছিন্ন সময় দিতে পারবেন,
- সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা এবং আগ্রহ রয়েছে।
ইন্টার্নদের দায়িত্ব এবং ভূমিকা
যারা এখানে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বগুলি হল-
- সম্ভাব্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে তাদের পণ্য ও পরিষেবা সম্পর্কে তথ্য প্রদান করতে হবে,
- ব্যবসায়ীদের প্রশ্ন এবং অভিযোগের সমাধান করতে হবে,
- কার্যকরী যোগাযোগের মাধ্যমে যোগ্য সেলস লিড তৈরি করতে হবে,
- প্রতিদিনের সমস্ত ব্যবসায়িক যোগাযোগের রেকর্ড রাখতে হবে,
- অনিষ্পন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য ফলো আপ করতে হবে,
- ব্যবসায়ীদের সঠিক পণ্যের তথ্য এবং মূল্য জানাতে হবে।
ইন্টার্নশিপের স্থান
যারা এখানে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ট্রেনিংটি হবে ভারতের গুরগাঁওতে।
ইন্টার্নশিপের মেয়াদ
এই ইন্টার্নশিপ ট্রেনিংটির মেয়াদ হবে তিন মাস। ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
এখানে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে প্রতি মাসে ২০,০০০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং সুপারিশপত্র প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে আসবে।
আবেদন পদ্ধতি
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর “Apply Now” অপশনে ক্লিক করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও আপডেটঃ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে
আবেদনের শেষ তারিখ
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদনের শেষ তারিখ ২৮ ডিসেম্বর, ২০২৪। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
MobiKwik Internship Training 2024: Apply Now