প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেবে মোদী সরকার, সবাই পাবে- তবে কিছু শর্ত রয়েছে

Modi government will give 5 thousand rupees Pension every month

1/6: কেন্দ্রীয় সরকারের জনমুখী বহু প্রকল্প আছে। সমাজের নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা কোনও না কোনও প্রকল্পের আওতায় টাকা পেয়ে থাকেন। সেই তালিকাতে জুড়ল আরও একটি নয়া নাম। এই প্রকল্পটইর নাম অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)

2/6: এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে আপনাকে খুব অল্প টাকা বিনিয়োগ করতে হবে। এর পরিবর্তে আপনি রিটায়ার করার পর প্রতি মাসে পেনশন বাবদ ৫০০০ টাকা পাবেন। চলুন, এই নতুন স্কিমটি সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। 

3/6: এই অটল পেনশন যোজনাটি আপনার বৃদ্ধ বয়সের জন্য ভারত সরকার দ্বারা পরিচালিত একটি স্কিম। এই স্কিমে, আপনি ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৫,০০০ টাকা পেনশন পেতে পারেন এবং সেই টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। 

4/6: অটল পেনশন যোজনা স্কিমটি বিশেষভাবে আপনার বৃদ্ধ বয়সের জন্যই তৈরি করা হয়েছে। মূলত এই স্কিমটি চালু করা হয়েছে যাতে মানুষ বার্ধক্যের পরে কোনও সমস্যায় না পড়েন। এই প্রকল্পে সামান্য পরিমাণ টাকা জমা করলেই আপনার বার্ধক্যের সময় কোনও চিন্তা করতে হবে না। 

কারা এই স্কিমে বিনিয়োগের যোগ্য?

যেসব ভারতীয়র বয়স ১৮ বছর থেকে ৪০ বছর কেবলমাত্র তারাই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। ৬০ বছর বয়সের পর, আপনি ৫,০০০ হাজার টাকা পেনশন হিসেবে পাবেন এই প্রকল্প থেকে। এই প্রকল্পে আপনাকে অন্তত ২০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।

আপনি কখন ৫ হাজার টাকা পেনশন পাবেন?

বৃদ্ধ বয়সে এই প্রকল্পের মাধ্যমে পেনশন পেতে হলে আপনাকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১,৪৫৪ টাকা করে জমা করতে হবে। জমা করা টাকার পরিমান সঠিক থাকলে এবং আপনি কোনভাবেই ডেডলাইন মিস না করলে ৬০ বছর বয়সের পর আপনি প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ৫,০০৯ টাকা পর্যন্ত পেনশন হিসেবে পাবেন।

অটল পেনশন যোজনা স্কিমের সুবিধা নিতে হলে, প্রথমে আপনি নিকটস্থ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলুন। এরপরে আপনাকে অটল পেনশন যোজনায় নিজের নাম নথিভুক্ত করাতে হবে। স্কিমের আওতায় আপনার নাম চলে এলে প্রতি মাসে এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে হবে।

এগুলিও পড়ুন- 

🔥 6% ‘ভিক্ষার দান’ নেবেন না হইচই রাজ্যের সরকারি কর্মী মহলে 

🔥 মাত্র 50 টাকা করে জমিয়ে 35 লক্ষ টাকা রিটার্ন

🔥 দিনে ৫ ঘন্টা ব্যাবসা করে মাসে ১ লাখ টাকা পর্যন্ত ইনকাম

আরো গুরুত্বপূর্ণ আপডেট: Click Here